• প্রতি কামরায় টিটি-জিআরপি, যাত্রী সুরক্ষায় আর কী ব্যবস্থা রানাঘাট-শিয়ালদহ এসি লোকালে?
    প্রতিদিন | ০৯ আগস্ট ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: আগামী ১০ তারিখ থেকে শিয়ালদহ-রানাঘাট শাখায় ছুটবে এসি লোকাল ট্রেন। পূর্ব ভারতে এই প্রথম এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। এই ট্রেন পরিষেবা ঘিরে রেলের কর্মী-আধিকারিক থেকে যাত্রীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক বিষয়ে নজর দেওয়া হয়েছে। তবে বিনা টিকিটে যাত্রীরা কেউ চড়তে পারবেন না। ট্রেনেই টিকিট পরীক্ষক ও রেল পুলিশ থাকবেন। বিনা টিকিটের যাত্রীরা ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রেলের তরফে এদিন এই কথা জানানো হয়েছে।

    রানাঘাট লোকোশেডে এই এসি লোকাল রয়েছে। এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১০ আগস্ট, সোমবার। পরের দিন ১১ আগস্ট থেকে সাধারণ যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য এই ট্রেনে উঠতে পারবেন। এদিন রানাঘাট স্টেশনে এসি লোকাল ট্রেন পরিদর্শনে গিয়েছিলেন রেলের আধিকারিকরা। ট্রেনের ভিতরের পরিকাঠামো ও যাত্রী সুরক্ষার বিষয়টি দেখে খুশি তাঁরা। দুটি এসি লোকাল আসলেও প্রথম পর্যায়ে একটি ট্রেনই চালানো হবে। পরে পরিস্থিতি বুঝে এই এসি লোকাল বাড়ানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

    সোম থেকে শনি- সপ্তাহের ছ’দিন এই এসি লোকাল চলবে। মোট ১২টি কামরা থাকছে এই ট্রেনে। রানাঘাট স্টেশন থেকে সকাল ৮টা ৩২ মিনিটে এই ট্রেনটি ছাড়বে। শিয়ালদহ স্টেশনে পৌঁছবে সকাল ১০টা বেজে ১০ মিনিটে। শিয়ালদহ স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে এই ট্রেন ছাড়বে। রানাঘাট পৌঁছবে রাত ৮টা ৩২মিনিটে। কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন? রেল সূত্রে জানানো হয়েছে, এখন গ্যালোপিন হিসেবে এই ট্রেন চলবে। রানাঘাট থেকে যাত্রা শুরুর পর চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম ও বিধাননগর স্টেশনে থামবে।

    শিয়ালদহের ডিভিশনাল পার্সোনাল অফিসার একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যাত্রীসুরক্ষার কথা সম্পূর্ণভাবে মাথায় রাখা হয়েছে। প্রতিটি কামরায় ৩০ টন ক্ষমতাসম্পন্ন এসি থাকছে। যাত্রীরা কোনও সমস্যায় পড়লে ট্রেনের গার্ড ও চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেজন্য প্রতিটি কামরায় টক-ব্যাক সিস্টেম আছে। সিসিটিভিও রয়েছে ট্রেনে। প্রতিটি কামরায় থাকবেন টিকিট পরীক্ষক ও আরপিএফ জওয়ান।
  • Link to this news (প্রতিদিন)