• পার্কস্ট্রিটের নামী রেস্তরাঁয় আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
    প্রতিদিন | ০৯ আগস্ট ২০২৫
  • রমেন দাস: পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। ধোঁয়ায় ঢাকল আশপাশ। পরিস্থিতি দ্রত নিয়ন্ত্রণে আনতে কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।

    জানা গিয়েছে, শুক্রবার রাত ৯.৫০ নাগাদ পার্কস্ট্রিটের একটি নামী রেস্তরাঁয় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। কারও আহত হওয়ার খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। 

    উল্লেখ্য, গত জুন মাসে দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। সেই সময় হোটেলে আটকে পড়েন অন্তত ৫০ জন। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তার আগে গত এপ্রিল মাসে আচমকা বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যায়, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। অন্যদিকে, দমকল কর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। তবে মৃত্যু হয় ১৫ জনের। 
  • Link to this news (প্রতিদিন)