• SIR-এর জন্য প্রস্তুত বাংলা! সংবাদমাধ্যমে রাজ্য নির্বাচনী আধিকারিকের ‘দাবি’ নিয়ে জবাব তলব নবান্নের
    প্রতিদিন | ০৯ আগস্ট ২০২৫
  • মলয় কুণ্ডু: বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজে প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশনকে এমনটাই জানানো হয়েছিল। এ প্রসঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের কথা উল্লেখ করে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের জবাব তলব করল নবান্ন। শুক্রবার বিকেলে স্বরাষ্ট্রদপ্তরের সচিব কমিশনে এই মর্মে চিঠি পাঠিয়েছেন। নবান্নের সঙ্গে আলোচনা না করে কেন এমন রিপোর্ট দেওয়া হল? সেই প্রশ্ন তুলে স্বরাষ্ট্রসচিব ব্যাখ্যা চেয়েছেন।

    ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, তা জানতে বুধবার জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। তারই ভিত্তিতে বৃহস্পতিবার রাজ্যের সব জেলা থেকে আসা এসআইআর-প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন দপ্তরের তরফে। একইসঙ্গে এসআইআর হলে রাজ্যের সিইও-র দপ্তর যে এই মুহূর্তে প্রস্তুত, তা পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর সেই দাবির পরিপ্রেক্ষিতেই এবার নবান্নের স্বরাষ্ট্রদপ্তর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জবাব চাইল।

    স্বরাষ্ট্র সচিবের চিঠিতে উল্লেখ, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনও আলোচনা না করে রাজ্য নির্বাচন কমিশন কেন এসআইআর প্রস্তুতির কথা সংবাদমাধ্যমে বলছে? এতে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি ওই চিঠিতে। ঠিক কী জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, তার প্রমাণস্বরূপ নির্দিষ্ট সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের কপিও দেওয়া হয়েছে। এরপরই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সচিবের অনুরোধ, রাজ্যে এসআইআরের প্রস্তুতি হিসেবে ঠিক কী জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর এবং কেন, তার ব্যাখ্যা দিতে হবে।
  • Link to this news (প্রতিদিন)