মেরামতির কাজ শেষ না হওয়ায় আরও অতিরিক্ত দু’দিন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকবে বলে জানাল ‘ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইন্ফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন’ (এনএইচআইডিসিএল)। তার জেরে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমে যাতায়াতে দুর্ভোগ চলছেই।
এনএইচআইডিসিএল-এর তরফে এর আগে মেরামতির কাজের জন্য ৩-৬ অগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত করোনেশন সেতু থেকে ৩০ কিলোমিটার দূরের চিত্রে পর্যন্ত রাস্তা বন্ধ রাখার কথা জানানো হয়। বুধবার তাদের তরফে জানানো হয়েছে, এ দিন সন্ধ্যা ৬টা থেকে ৮ অগস্ট সকাল ৯টা পর্যন্ত ওই রাস্তা বন্ধ থাকবে। নিরাপত্তার জন্য এই রাস্তায় যাতায়াত বন্ধ রাখা হচ্ছে।
পাহাড়ে ধস, তিস্তার জলোচ্ছ্বাসের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১০ নম্বর জাতীয় সড়কের মেরামতির কাজ চলছে। ৭১৭-এ জাতীয় সড়কের পরিস্থিতিও বিপজ্জনক হয়ে রয়েছে। তাতে পর্যটন, পরিবহণ ব্যবসায়ী, সাধারণ মানুষ সকলেই যাতায়াতের ক্ষেত্রে বিপাকে পড়েছেন। গত কয়েক দিনের মতো হালকা এবং ছোট গাড়ি গরুবাথান, লাভা হয়ে কালিম্পং, গ্যাংটকে যাচ্ছে। শিলিগুড়ি জোরবাংলো হয়ে পেশক রোড, তিস্তাবাজার হয়েও চলছে ছোট গাড়ি। লাভা থেকে সিকিম, কালিম্পঙের রাস্তা খোলা রয়েছে। লাভা থেকে রেনক-লিংসে হয়েও সিকিমে যাওয়া যাচ্ছে। ঋষি রোড বা লোলোগাঁও হয়ে সিকিমে যাতায়াতের রাস্তা খারাপ হয়ে রয়েছে।
পাহাড়ে ভারী বৃষ্টি হলে অবশ্য উদ্বেগ বাড়বে। কারণ, পূর্বাভাসে আরও এক-দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিস্তার জলোচ্ছ্বাস হলে রাস্তার অংশ ফের ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা।