জল নামাতে শুরু সাফাই, হাওড়ায় নর্দমা থেকে উঠছে বালিশ-তোশক!
আনন্দবাজার | ০৮ আগস্ট ২০২৫
বৃষ্টির জমা জল সরাতে নিকাশি নালা পরিষ্কারের কাজ শুরু হয়েছিল। আর তা করতে গিয়েই দেখা গেল, নর্দমা থেকে উঠে আসছে লক্ষ লক্ষ প্লাস্টিক, বোতল, গদি, তোশক, এমনকি, ভাঙা হেলমেটও! যা তুলতে গিয়ে হিমশিম অবস্থা হাওড়ার পুর সাফাইকর্মীদের। পুরকর্তাদের অভিযোগ, শহরবাসী মূল নিকাশি নালাগুলিকে কার্যত আবর্জনা ফেলার ভ্যাটে রূপান্তরিত করায় এ বছর সামান্য বৃষ্টিতেই বানভাসি হচ্ছে হাওড়ার বিভিন্ন ওয়ার্ড। এক বার জল দাঁড়ালে তা নামতে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি, দু’-তিন দিনও লেগে যাচ্ছে।
এক দিকে বেহাল নিকাশি, সেই সঙ্গে দফায় দফায় নিম্নচাপের বৃষ্টি— সব মিলিয়ে নাস্তানাবুদ অবস্থা হাওড়াবাসীর। এই জলবন্দি দশা কাটাতে সম্প্রতি উত্তর থেকে দক্ষিণ হাওড়ায় সাফাই অভিযান শুরু হয়। উত্তর হাওড়ার বিধায়ক এবং হাওড়া পুরসভার পরিচালকমণ্ডলীর সাফাই দফতরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্য গৌতম চৌধুরী নিকাশির কাজের তদারকি করতে জমা জলে নামেন। তিনি জানান, ১৩ নম্বর ওয়ার্ডের রোজ়মেরি লেনে নিকাশির কাজ পরিদর্শনের সময়ে তাঁর সামনেই নর্দমা থেকে উঠে আসে জমে যাওয়া সিমেন্টের বস্তা, বালিশ, তোশক।
একই পরিস্থিতি দেখা যায় দক্ষিণ হাওড়ার কোলে মার্কেট সংলগ্ন এলাকার নর্দমা ও বটানিক্যাল গার্ডেন এলাকার নর্দমা সাফাইয়ের সময়েও। হাওড়া পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী বলেন, ‘‘মূলত সচেতনতার অভাবেই হাওড়ার নিকাশি ব্যবস্থা এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে নর্দমা পরিষ্কার করার পরে বিকেলেই দেখা গিয়েছে, সেই নর্দমায় ফের আবর্জনা ফেলা হয়েছে। যার ফলে জল বেরোতে পারছে না।’’
পুর চেয়ারপার্সন আরও জানান, টিকিয়াপাড়া থেকে পদ্মপুকুর জলা পর্যন্ত বিস্তৃত হাওড়ার মূল নিকাশি নালা থেকে হাজার হাজার প্লাস্টিকের বোতল, খাট-বিছানা উদ্ধার হওয়ার সময়েই বোঝা গিয়েছিল যে, নর্দমাকে ভ্যাট হিসাবে ব্যবহারের প্রবণতা বেড়েছে। এই সব আবর্জনা নর্দমার গতিপথ রুদ্ধ করার পক্ষে যথেষ্ট। খোলা নর্দমাগুলিকে কী ভাবে ঢেকে দেওয়া যায়, তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করা হবে বলে জানান তিনি। তবে, তাঁর এ-ও দাবি, হাওড়ায় নিকাশি সংস্কারের কাজ যথেষ্ট পরিমাণে হয়েছে বলেই জল কোথাও ২৪ ঘণ্টার বেশি দাঁড়ায়নি।