• রেলে চাকরির নামে প্রতারণা, ধৃত ৩
    আনন্দবাজার | ০৮ আগস্ট ২০২৫
  • রেলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় মূল অভিযুক্ত অশোক দাস-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে নিয়োগের জাল নথি মিলেছে। বৃহস্পতিবার ব‍্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিন পুলিশি হেফাজত দিয়েছেন।

    রেলের জাল পরিচয়পত্র ও নথি ব‍্যবহার করে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয়েছিল রেল পুলিশে। প্রতারকদের ফাঁদে ফেলতে রেল পুলিশকর্মীরা এ দিন কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপের বাইরে চাকরিপ্রার্থী সেজে যান। প্রতারকেরা ধরাও পড়ে। এলাকাটি বীজপুর থানার আওতাধীন। তাই ব‍্যারাকপুর কমিশনারেটের হাতে তিন অভিযুক্তকে তুলে দেয় রেল পুলিশ।

    মূল অভিযুক্ত অশোক তৃণমূল কর্মী ছিল বলে অভিযোগ। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি বলেন, “অভিযুক্ত তৃণমূল কর্মী। দীর্ঘদিন কংগ্রেসের কর্মী ছিলেন। পরে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে এলেও তৃণমূলে ফিরে যান। চাকরি দেওয়ার নামে কী ভাবে প্রতারণার কারবার চালানো হত, সে বিষয়ে তদন্ত হোক।” তবে, তৃণমূলের কাঁচরাপাড়া শহর সভাপতি অশোক তালুকদার দাবি করেন, ‘‘উনি তৃণমূলের কর্মী নন। বিজেপির এক প্রাক্তন নেতার ঘনিষ্ঠ ছিলেন। তবে, যে-ই অন্যায় করে থাক, তার বিরুদ্ধে যথাযথ তদন্ত করা হোক।’’
  • Link to this news (আনন্দবাজার)