জয়ের আনন্দের স্বাদ প্রায় ভুলতেই বসেছিলেন মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। বারবার মাঠে এসে দলের হার দেখতে হচ্ছিল। লগ্নিকারী সংস্থা নিয়ে ধোঁয়াশা, ফিফার নিষেধাজ্ঞা- কর্তারাও আশার আলো দেখাতে পারছিলেন না। বৃহস্পতিবার ডুরান্ড কাপের শেষ ম্যাচে বিএসএফের বিরুদ্ধে ৩-০ জয় সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিল।
বিএসএফ এবং মহমেডান দুই দলেরই পরের পর্বে যাওয়ার কোনও আশা ছিল না। ফলে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করে মহমেডান। ৫ মিনিটের মাথায় লালথানকিমাকে বক্সের মধ্যে ফাউল করেন আগোউ লেনথাং। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে ১-০ করেন অধিনায়ক সজল বাগ। দ্বিতীয় গোল মহরবম ম্যাক্সিয়নের। লালথানকিমার শট গোলকিপারের পায়ে লেগে ফিরে এলে ফিরতি বল জালে জড়ান ম্যাক্সিয়ন। ৩০ মিনিটে বাঁক খাওয়ানো ফ্রি-কিকে দৃষ্টিনন্দন গোল করেন মিজ়োরামের ম্যাক্সিয়ন।
অন্য দিকে নেরোকা এফসি ও ভারতীয় নৌসেনার বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।