নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। শুক্রবার জলপাইগুড়ির অসম মোড়ে ওই দুর্ঘটনার জেরে স্টিয়ারিংয়ে আটকে যায় ডাম্পার চালকের পা। আটকে পড়া পা বের করতেই প্রায় আধ ঘণ্টা লেগে গেল পুলিস ও দমকল কর্মীদের। শেষমেশ গাড়ির স্টিয়ারিং ভেঙে পা বের করে আহত চালককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিন সকালে খালি ডাম্পার নিয়ে রাজগঞ্জ থেকে জাতীয় সড়ক ধরে তিস্তা সেতুর দিকে আসছিলেন চালক কৌশিক রায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃষ্টির কারণে সিগন্যাল দেখতে না পেয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ডাম্পার চালক। তখনই স্টিয়ারিংয়ে আটকে যায় তাঁর পা। পুলিস, দমকল কর্মীরা এসে চালককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। - নিজস্ব চিত্র