• চোরাই গাড়ি বিক্রির আগেই ধৃত যুবক
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চোরাই গাড়ি বিক্রির আগেই পুলিসের জালে ধরা পড়ল বিহারের এক যুবক। বিহার থেকে চুরি করা একটি গাড়ি জলপাইগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসার পথে পুলিসের জালে ধরা পড়ে ওই ব্যক্তি। পুলিস জানিয়েছে, ধৃতের নাম লক্ষ্মণ সিং। সে বিহারের বাসিন্দা। জানা গিয়েছে, শুক্রবার ভোরে ফুলবাড়িতে নাকা চেকিং চালায় এনজেপি থানার পুলিস। সেখানেই সন্দেহজনক গাড়িটি আটকায়। এরপর চালক কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পারে, গাড়িটি বিহার থেকে চুরি করে জলপাইগুড়িতে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল। তার আগেই পুলিসের হাতে গাড়ি সমেত ধরা পড়ে অভিযুক্ত।
  • Link to this news (বর্তমান)