• গৌড়বঙ্গে রাখিবন্ধন উৎসব পালিত
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শুক্রবার গৌড়বঙ্গের তিন জেলায় রাখিবন্ধন উৎসব পালিত হল। এদিন মালদহ থেকে বালুরঘাট, কালিয়াচক থেকে ইসলামপুর, সব জায়গাতেই ছিল উৎসবের মেজাজ। এদিন মালদহ মেডিক্যালে গিয়ে চিকিৎসাধীন রোগী এবং তাঁদের আত্মীয়দের হাতে রাখি বেঁধে দেন তৃণমূল কংগ্রেস প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা। সংগঠনের জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র বলেন, আমরা বিভিন্ন রাজ্য সরকারি অফিসে গিয়ে কর্মচারীদের হাতে রাখি বেঁধে সৌভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করেছি। পাশাপাশি মালদহ মেডিক্যালে গিয়েও আমরা রোগী এবং তাঁদের পরিজনদের হাতে রাখি বেঁধে দিয়েছি। এদিন রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ এবং ইসলামপুরেও দিনটি পালিত হয়। 

    বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালিত হয়। নিজের হাতে তৈরি রাখি গাছে বেঁধে বৃক্ষ রক্ষার অঙ্গীকার করে পড়ুয়ারা। শুক্রবার এমনই উদ্যোগ নিতে দেখা গেল ইটাহারের বানবোল হাইস্কুলে।  দক্ষিণ দিনাজপুর জেলার হিলি চেকপোস্টে শুক্রবার যুগ্মভাবে রাখিবন্ধন উৎসব পালন করল হিলি এসবিএস গভর্নমেন্ট কলেজের এনএসএস ইউনিট। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিএসএফ আধিকারিক, কাস্টমস এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের হাতে রাখি বেঁধে উৎসব পালন করা হয়।
  • Link to this news (বর্তমান)