রায়গঞ্জ রেলস্টেশনকে অমৃত ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি
বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ রেলস্টেশনকে অবিলম্বে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হোক। শুক্রবার এনএফ রেলের কাটিহার ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির (ডিআরইউসিসি) বৈঠকে এমনই দাবি তুললেন ওই কমিটির সদস্য অতনুবন্ধু লাহিড়ী। সেইসঙ্গে রায়গঞ্জ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পাখা লাগানো, জেনারেটর সেট বসানো সহ পরিকাঠামো উন্নয়ন এবং পার্কিং ব্যবস্থার দাবি করা হয়। এব্যাপারে এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, অমৃত ভারত প্রকল্পে প্রথম পর্যায়ে নাম না থাকলেও রায়গঞ্জ স্টেশনের পরিকাঠামো উন্নয়নে লাগাতার কাজ হচ্ছে। তারপরও দ্বিতীয় পর্যায়ে স্টেশনটিকে অমৃত ভারতের আওতায় নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। দীর্ঘদিন ধরেই রায়গঞ্জ স্টেশনকে অমৃত ভারত স্টেশন করার দাবি তুলছেন রায়গঞ্জবাসী। ওয়াকিবহাল মহলের যুক্তি, উত্তর দিনাজপুর জেলা সদরে অবস্থিত স্টেশনটি যাত্রী পরিবহণ, ভৌগলিক অবস্থানগত দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই স্টেশনটির আরও উন্নতি প্রয়োজন। এব্যাপারে রায়গঞ্জ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক তথা ডিআরইউসিসি সদস্য অতনুবন্ধু লাহিড়ী বলেন, এদিন আয়োজিত বৈঠকে রায়গঞ্জ স্টেশন নিয়ে একগুচ্ছ দাবি জানানো হয়েছে। এনএফ রেলের কাটিহার ডিভিশন বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।