সংবাদদাতা, মানবাজার: দীর্ঘদিন ধরেই গ্রামের রাস্তার বেহাল অবস্থা। প্রশাসনকে জানিযেও সমস্যার সমাধান হয়নি। এবার রাস্তা সংস্কারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শুক্রবার সকালে মানবাজারের রাধামাধবপুর মোড়ে মানবাজার বরাবাজার রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আছেন মানবাজার থানার পুলিস ও মানবাজার-১ ব্লকের বিডিও এবং যুগ্ম বিডিও। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার মানবাজার-১ ব্লকের ভালুবাসা অঞ্চলের কুমারডি গ্রামের যাতাযাতের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। ওই রাস্তা দিয়ে নিত্যদিন চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। মানবাজার বরাবাজার রাজ্য সড়কের রাধামাধবপুর থেকে কুমারডি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা রয়েছে। যার মধ্যে রাধামাধবপুর গ্রামের কিছুটা এবং কুমারডি গ্রামের কিছুটা অংশ ঢালাই রয়েছে, বাকি পথ পুরোটাই কাঁচা। বৃষ্টিতে রাস্তা কাদায় ভরে গিয়েছে। সেইসঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাতে জল জমে অবস্থা আরও শোচনীয় হয়েছে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মানবাজার থানার পুলিস। পরে পৌঁছন মানবাজার-১ ব্লকের বিডিও দেবাশিস ধর ও যুগ্ম বিডিও ধনঞ্জয় কুমার। তাঁরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তাঁরা। মানবাজার-১ ব্লকের বিডিও জানান, রাধামাধবপুর থেকে কুমারডি যাওয়ার রাস্তায় বেশিরভাগই পাকা। কিছুটা অংশ কাঁচা রয়েছে। ওই কাঁচা রাস্তা পথশ্রী প্রকল্পে পাকা করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।