চকোলেট রাখি বানিয়ে চমক শবরীর, গাছের বীজ ব্যবহার তপনের স্কুলে
বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা তপন: চকোলেট রাখি তৈরি করে তাক লাগিয়েছেন রায়গঞ্জ শহরের বছর পয়তাল্লিশের গৃহবধূ শবরী পণ্ডিত আচার্য। এবছর রাখিতে বোনদের অর্ডার অনুযায়ী বানিয়ে দিচ্ছেন রকমারি ডিজাইনের চকলেট রাখি। অন্যদিকে পরিবেশরক্ষা, বাল্যবিবাহ, নারী ও মানব পাচার এবং শিশুশ্রম রোধের বার্তা দিয়ে বিশেষ রাখি তৈরি করল দক্ষিণ দিনাজপুরের চকবলিরাম জুনিয়ার হাইস্কুলের ছাত্রছাত্রীরা। গাছের বীজ দিয়ে তৈরি বিশেষ এই রাখিতে সাঁটা থাকছে সচেতনতামূলক বার্তা।
নিছক শখ থেকেই এক সময় হ্যান্ডমেড চকোলেট বার তৈরি শুরু করেন শবরী। এরপর মূলত চকোলেট দিয়েই রাখি বানানোর ভাবনা। শবরী বলেন, উৎসব শেষ হতে না হতেই রাখি নষ্ট হয়ে যায়। আমার তৈরি রাখি পুরনো প্রথা পালনের পরও উপযোগী। রাখির মূল অংশ মিষ্টান্নের মতো খাওয়া যাবে। এই একটি কারণের জন্য ভাইবোনদের কাছে আমার রাখি যথেষ্ট জনপ্রিয়। রকমারি ডিজাইনের চকোলেট বারও উপহার হিসেবে কিনছেন অনেকে। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের চকবলিরাম জুনিয়র হাইস্কুলের উদ্যোগে তৈরি হচ্ছে গাছের বীজ দিয়ে বিশেষ রাখি।
বিদ্যালয়টিতে প্রায় ৯২ জন ছাত্রছাত্রীর জন্য রয়েছেন তিন শিক্ষক-শিক্ষিকা, একজন শিক্ষাকর্মী ও কম্পিউটার প্রশিক্ষক। পিছিয়ে পড়া গ্রামের এই শিশু-কিশোরদের নতুন নতুন হাতের কাজ শেখানোর জন্য বিদ্যালয়ের টিআইসি অমিত ঘোষ রাখি তৈরির উদ্যোগ নিয়েছেন। তিনি জানান, রাখি উৎসবকে সামনে রেখে বিভিন্ন গাছের বীজ সংগ্রহ করা হয়েছে। ছাত্রছাত্রীদের রাখি বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়। গাছের বীজ দিয়ে বানানো রাখি থেকে বীজ পড়ে গেলে জন্মাবে গাছ। (বাঁদিকে) চকোলেট রাখি তৈরি করেছেন রায়গঞ্জের গৃহবধূ শবরী পণ্ডিত আচার্য। (ডানদিকে) তপন ব্লকে চকবলিরাম জুনিয়র হাইস্কুলে বাীজ দিয়ে রাখি তৈরি করছে পড়ুয়ারা।-নিজস্ব চিত্র