মেলবন্ধনের লক্ষ্যে মঙ্গলবাড়ি বর্ণপরিচয় শিশু শিক্ষা নিকেতনে রাখি বন্ধন উৎসব
বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
মঙ্গল ঘোষ পুরাতন মালদহ
সমাজ আর আগের মতো নেই। চারিদিকে হিংসা বেড়ে গিয়েছে। একাংশ মানুষ ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে। সমাজে মেলাবন্ধন গড়ে তুলতে শুক্রবার পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়ি বর্ণপরিচয় শিশু শিক্ষা নিকেতনের উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন করা হল। সেখানে স্কুলের অভিভাবক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাঁরা একে অপরের হাতে রাখি বেঁধে দেন।
স্কুলের খুদে পড়ুয়ারা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিস ট্রাফিক আধিকারিক, বিভিন্ন সড়কের সিভিক ভলান্টিয়ারদের হাতে রাখি বেঁধে দেয়। স্কুলে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। পড়ুয়ারা স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের সহযোগিতায় চন্দ্রযান এবং পরিবেশের মডেল তুলে ধরে। অনুষ্ঠানে ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা সরকার, কর্ণধার সৌমেন সরকার সহ অন্যরা। ১৯৮৭ সালে স্কুলের প্রতিষ্ঠা। শহরের মধ্যে বেশ সুনাম অর্জন করেছে স্কুলটি। বছরভর সামাজিক একাধিক কর্মসূচি নেওয়া হয়। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের আদর্শ শিক্ষক-শিক্ষিকারা ছড়িয়ে দেন পড়ুয়াদের মধ্যে।স্কুলের কর্ণধার বলেন, ফি বছর আমাদের রাখিবন্ধন উৎসব হয়। এবার একটু ব্যতিক্রমীভাবে আয়োজন করেছিলাম। কারণ, কয়েক বছর ধরে সমাজে ভেদাভেদ শুরু হয়েছে। যেটা ছোট এবং বড়দের মধ্যে প্রভাব ফেলছে। আমরা সবাই এক, এই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সবার মধ্যে। এদিন অভিভাবকদের ডেকে সবাই রাখিবন্ধন উৎসব পালন করেছি। পড়ুয়াদের মধ্যে প্রতিভা খুঁজে বের করতে প্রদর্শনীর ব্যবস্থাও ছিল। নিজস্ব চিত্র