সংবাদদাতা, আলিপুরদুয়ার: নিউ দিল্লি-আলিপুরদুয়ার জংশন আপ সিকিম মহানন্দা লিঙ্ক এক্সপ্রেসের চালকের তৎপরতায় বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা থেকে বাঁচল বক্সার একটি হাতি। তখন রাত ৮টা ৪৫ মিনিট হবে। সেই সময় কালচিনি ও রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে দলছুট একটি হাতি রেল লাইন পার হচ্ছিল। হাতিটিকে লাইন পার হতে দেখে ট্রেনের চালক এস পি তরফদার ও সহ চালক এস কে সিং ট্রেনটিকে তৎপরতার সঙ্গে থামিয়ে দেন। হাতিটি লাইন পার হয়ে নিরাপদ দূরত্বে জঙ্গলের গভীরে চলে যাওয়ার পর ট্রেন ফের গন্তব্যস্থল আলিপুরদুয়ার জংশনের দিকে রওনা দেয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ শুক্রবার এ খবর দিয়েছে।