অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার, শ্মশান তৈরির দাবি সরকারি শিবিরে
বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শুক্রবার রানিগঞ্জের চেলোদ হাইস্কুলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির বসে। সেখানে জেলাশাসক পোন্নমবলম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি উপস্থিত ছিলেন। প্রশাসনিক কর্তাদের দেখেই ছুটে আসেন স্থানীয় সুদামা বাউরি। তিনি আক্ষেপের সঙ্গে বলেন, এখনও সরকারি বাড়ি পাইনি। এই বৃষ্টিতে যে কোনও দিন আমার ঘরটা ভেঙে যাবে। নতুন তালিকায় তাঁর নাম তোলার নির্দেশ দেন প্রশাসনিক কর্তারা।
ওই স্কুলের একটি কক্ষে ২২৮নম্বর বুথের বাসিন্দাদের নিয়ে বসেছিলেন আধিকারিকরা। ওই বুথের বাসিন্দাদের কী কী সমস্যা রয়েছে, তা নিয়ে আলোচনা চলছিল। সেখানে স্বপন মণ্ডল বলেন, চেলোদ প্রাথমিক বিদ্যালয়ের উপর দিয়ে ১১হাজার ভোল্টের বিদ্যুতের তার গিয়েছে। তা সরানোর ব্যবস্থা করতে হবে। বাপি কালিন্দী বলেন, আইসিডিএস কেন্দ্রটি সংস্কার করা দরকার। কৃষ্ণা গরাই সূত্রধরপাড়া থেকে ঠাকুর ভাসানের ঘাট অবধি রাস্তাটি ঢালাই করে দেওয়ার প্রস্তাব দেন। ২২৬ নম্বর বুথের চিন্তা বাউরি চেলোদ বোরিংপাড়ায় পথবাতি বসানোর দাবি তোলেন। পাশের বুথের বাসিন্দারা একটি শিশু উদ্যান তৈরির প্রস্তাব দিয়েছেন।
চেলোদ পঞ্চায়েতের প্রধান শিবদাস চট্টোপাধ্যায় বলেন, পঞ্চায়েতে টাকা খরচের বিভিন্ন নিয়মের গেরোয় অনেক কাজ আটকে যায়। সেই সমস্ত কাজ এই কর্মসূচির মাধ্যমে সহজেই করা সম্ভব হবে। পাণ্ডবেশ্বর ব্লকের কেন্দ্রা পঞ্চায়েতের বেলেথোল প্রাথমিক বিদ্যালয়ের শিবিরে বাসিন্দারা একটি শ্মশান নির্মাণের দাবি জানিয়েছেন।পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি এলাকা থেকে ছোট ছোট সমস্যা উঠে আসছে। সেসব তাড়াতাড়ি সমাধান করতে পদক্ষেপ করা হচ্ছে। রানিগঞ্জের চেলোদে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে জেলাশাসক পোন্নমবলম এস।-নিজস্ব চিত্র