• দুই বর্ধমানজুড়ে কবিগুরুর প্রয়াণ দিবস পালিত
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও সংবাদদাতা, মানকর: শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে দুই বর্ধমানজুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার সহ অন্যানরা কবি গুরুর মূর্তিতে মাল্যদান করেন। কাটোয়ায় সংহতী মঞ্চে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান থেকে সকলের হাতে গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক ও বিধায়ক। কালনা মহকুমাতেও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবির প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও রায়না, জামালপুর, গুসকরা সহ বিভিন্ন এলাকায় শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। 

    পশ্চিম বর্ধমানে আসানসোল পুরসভায় রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান চেয়ারম্যান সহ অন্যান্যরা। দুর্গাপুরেও রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত ও পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়। কাঁকসা, মানকর, গলসি সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে কবিকে স্মরণ করা হয়। এদিন মানকর ও গলসি কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গলসি কলেজে পড়ুয়ারা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন, কবির জীবনাদর্শ আলোচনা করে। মানকর কলেজে ‘রবিহারা’ নামে একটি অনুষ্ঠান করা হয়। এলাকার একাধিক বেসরকারি বিদ্যালয় ও কলেজে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। - মানকর কলেজে কবিগুরুর প্রয়াণ দিবস পালিত।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)