• মণ্ডপে একটুকরো রাজস্থান ফুটিয়ে তুলবে ‘বেলদা নবীন প্রবীণ ক্লাব’
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বেলদা: শুক্রবার কবিগুরুর প্রয়াণ দিবসে খুঁটিপুজো করল বেলদার অন্যতম প্রাচীন ক্লাব নবীন প্রবীণ। এবারে তাদের পুজো ৫০তম বর্ষে পা দিচ্ছে। গৌরাঙ্গ রাইস মিলের মাঠে ক্লাব সদস্যদের সঙ্গে নিয়ে খুঁটিপুজো করা হয়। প্রতি বছর নানা ধরনের থিম করে দর্শনার্থীদের নজর কাড়ে এই ক্লাব। ৫০বছরে এবারও চমক থাকবে। ক্লাবের কর্মকর্তারা জানান, এবার পুজোর থিম ‘রাজস্থান’।

    মণ্ডপে একটুকরো রাজস্থান তুলে নিয়ে আসাই এবার পুজো কমিটির চ্যালেঞ্জ। ১৯৭৬সালে বেলদায় সর্বজনীন দুর্গাপুজো শুরু করেছিল এই ক্লাব। সেই পুজো এবার ৫০তম বর্ষে পড়ল। সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বছরভর নানা ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবার পুজোর বাজেট ৫০লক্ষ টাকা বলে জানান ক্লাবের কর্মকর্তারা। ক্লাবের অন্যতম কর্মকর্তা শঙ্কর দাস, সুমিত দাস, তীর্থঙ্কর প্রধান বলেন, রজতজয়ন্তী বর্ষে আমরা টাইটানিক জাহাজের থিম করেছিলাম, যা জেলায় সকলের নজর কেড়েছিল। এবারেও তার অন্যথা হবে না। রাজস্থানের শিল্প সংস্কৃতির সবকিছুই এবার আমাদের পুজোর থিমে ফুটিয়ে তোলা হবে।

    ক্লাবের কর্মকর্তা শঙ্কর বসু, সুদীপ্ত মাইতি, অলক রায় ও সমীরণ অধিকারী বলেন, আমাদের ক্লাবের উদ্যোগেই বেলদার অন্যতম প্রাচীন সর্বজনীন পুজো হয়। এবার পুজোর পাঁচদিনই রাইস মিলের মাঠে মেলার আয়োজন থাকছে। থাকছে দূরদর্শনখ্যাত শিল্পীদের অনুষ্ঠান। উদ্বোধনের দিন থাকছে বিশেষ চমক। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)