সংবাদদাতা, বেলদা: বৃহস্পতিবার রাতে কেশিয়াড়ি থানার লেংগামারার কাছে মর্মান্তিক পথদুর্ঘটনায় দুই যুবক প্রাণ হারালেন। মৃতদের নাম সমীরণ পাত্র(৩০) ও শুভেন্দু সাউ(২৫)। প্রথমজনের বাড়ি কেশিয়াড়ির দীপা এলাকায়। দ্বিতীয়জন বেলদা থানার বাস্তুপুরের বাসিন্দা।
পুলিস জানিয়েছে, ওইদিন রাত সাড়ে ১০টা নাগাদ দুই যুবক একটি ব্যক্তিগত গাড়িতে খড়্গপুর থেকে কেশিয়াড়ি ফিরছিলেন। প্রচণ্ড জোরে চলায় লেংগামারা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মেরে ধানজমিতে পড়ে যায়। পুলিসের অনুমান, ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। পথচারীরাই পুলিসে খবর দেন। পুলিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জখম দুই যুবককে উদ্ধার করে। তাঁদের কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সমীরণকে মৃত ঘোষণা করেন। শুভেন্দুকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উন্নত চিকিৎসার জন্য মেদিনীপুর থেকে ওড়িশা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিস দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি।-নিজস্ব চিত্র