নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক শহরে পদুমবসানে কালারস ক্লাবের সাংস্কৃতিক শাখা ‘ফেরিওয়ালা’-র উদ্যোগে বাইশে শ্রাবণ উপলক্ষ্যে খ্যাতিনামা শিল্পীদের এনে অনুষ্ঠান করা হল। রবীন্দ্রসংগীত, আবৃত্তি, নৃত্যের আয়োজন করা হয়। শুক্রবার শহরের হাসপাতাল মোড়ে সন্ধ্যা ৬টা থেকেই এই উপলক্ষ্যে অনুষ্ঠান শুরু হয়। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিশিষ্ট সঙ্গীতশিল্পী শিবাজি চট্টোপাধ্যায় ও অরুন্ধতী হোমচৌধুরী রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। তাঁদের কণ্ঠে গান শুনতে তমলুক শহর ছাড়াও বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসেছিলেন। এছাড়া, আবৃত্তি পরিবেশন করেন নিবেদিতা নাগ তহবিলদার।রবীন্দ্র সংগীতে বিখ্যাত দুই শিল্পীকে সামনে পেয়ে শহরের সংস্কৃতিপ্রেমীদের ভিড় উপচে পড়ে। ক্লাবের সাংস্কৃতিক শাখার সম্পাদক মানোয়ার আলি, ক্লাবের এগজিকিউটিভ কমিটির সদস্য সুদীপ্ত পণ্ডা বলেন, একসময় আমাদের তমলুক সংস্কৃতি চর্চায় এগিয়ে ছিল। বর্তমানে নানাস্তরে সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে। মাদক থেকে ডিজে-র দাপটে যুব সমাজের একাংশ পথভ্রষ্ট হয়ে পড়ছে। এই অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আদর্শগত চর্চার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করার লক্ষ্যে আমরা এধরনের অনুষ্ঠান গ্রহণ করেছি। তমলুক শহরবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে ভীষণ ভালো লাগল।-নিজস্ব চিত্র