• এটিএম লুটে ধৃত ভিন রাজ্যের তিন দুষ্কৃতীর পুলিস হেফাজত
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এটিএম লুটের ঘটনায় ধৃত ভিন রাজ্যের তিন দুষ্কৃতীকে ১৩ দিনের জন্য হেফাজতে পেল বাঁকুড়া পুলিস। শুক্রবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের আবেদন মঞ্জুর করেন। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, ধৃতদের জেরা করে এটিএম লুটের ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তাও জানার চেষ্টা চলবে। বাঁকুড়া সদরের পাশাপাশি অন্যান্য থানা এলাকায় সাম্প্রতিক এটিএম জালিয়াতি বা লুটের ঘটনা ঘটে থাকলে, তারাও তদন্তের স্বার্থে ধৃতদের হেফাজতে নিতে পারে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সদর থানার মাকুড়গ্রামে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে টাকা লুট করা হয়। বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা মুকেশকুমার তেওয়ারি, প্রফুল্লকুমার ভার্মা ও রাহুল দ্বিবেদীকে স্থানীয়রা আটক করে পুলিসের হাতে তুলে দেয়। ওই ঘটনায় ধৃতদের কাছ থেকে পুলিস চারটি এটিএম কার্ড, ৩০ হাজার টাকা, মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে।  এক তদন্তকারী বলেন, বাজেয়াপ্ত করা এটিএম কার্ডে নম্বর থাকলেও কারও নাম লেখা ছিল না। 
  • Link to this news (বর্তমান)