• তৃণমূল সমর্থককে মারধর, ধৃত বিজেপির ২ পঞ্চায়েত সদস্য
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: খানাকুলে এক তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগে বিজেপির দুই পঞ্চায়েত সদস্যকে পুলিস গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে খানাকুলের পাঁচুইখানা এলাকা থেকে অনুপ সিং ও ষষ্ঠী মাজি নামে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। তারা খানাকুল-১ ব্লকের রামমোহন-১ পঞ্চায়েতের বিজেপি সদস্য। পুলিসের ঘটনার তদন্ত চালাচ্ছে। তবে এই ঘটনায় খানাকুলে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

    অভিযোগ, ধামলার বাসিন্দা সন্তু দলুইকে রবিবার সকালে মারধর করা হয়। তাঁকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সম্প্রতি হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। সন্তুবাবু মুম্বইয়ে সোনার কাজ করেন। তিনি বলেন, রবিবারই আমার মুম্বই যাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন পাঁচুইখানায় বাজারে গেলে মারধরের ঘটনা ঘটে। তার দু’দিন আগে তৃণমূলের একটি কর্মসূচিতে গিয়েছিলাম। সেই আক্রোশেই আমাদের বুথের পঞ্চায়েত সদস্য গালাগালি করেছিল। প্রতিবাদ করলে ওই জনপ্রতিনিধি সহ আরও চারজন মিলে কাঠ দিয়ে মারধর করে। আমার মাথা, কোমরে আঘাত লেগেছে। অভিযুক্তদের শাস্তি চাই।

    অভিযুক্তদের দাবি, তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, দু’পক্ষই ঠেলাঠেলি করেছিল। রাজনৈতিক রং দিয়ে মিথ্যে অভিযোগ করা হয়েছে। পঞ্চায়েত ও বিধানসভা বিজেপির দখলে থাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের খানাকুল-১ ব্লক সভাপতি দীপেন মাইতি বলেন, আমাদের কর্মসূচিতে যাওয়ার কারণেই ওই ব্যক্তিকে একা পেয়ে মারধর করা হয়। আইন আইনের পথে চলবে।
  • Link to this news (বর্তমান)