দেবতার জন্য ফুলের রাখি কিনতে নবদ্বীপের পোড়ামাতলায় ভিড়
বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
সংবাদদাতা, নবদ্বীপ: রাখি পূর্ণিমায় ছোটদের জন্য কার্টুন ও লাইটিং রাখীর চাহিদা রয়েছে নবদ্বীপে। সেইসঙ্গে ব্রেসলেট, স্টোন ও মেটালের রাখির চাহিদাও রয়েছে। শুক্রবার বিকেল থেকেই মঠ-মন্দির ও গৃহস্থবাড়ির বিগ্রহের জন্য ফুলের রাখি কিনতে নবদ্বীপের পোড়ামাতলায় ভিড় লক্ষ করা যাচ্ছে।
কয়েকদিন ধরেই নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলা, রাধাবাজার, ঢপওয়ালির মোড় সহ বিভিন্ন পাড়ায় অনেক ব্যবসায়ী রাখির পসরা সাজিয়ে বসেছেন। প্রতিবছর রাখীপূর্ণিমায় ফুলের রাখির চাহিদা ভালোই থাকে। গোলাপ, রজনীগন্ধা, সূর্যমুখী, ঝাউপাতা দিয়ে ফুলের রাখি তৈরি করা হয়। ফুলের দাম বেড়ে যাওয়ায় রাখির দামও কিছুটা বেড়েছে। তবু অনেকেই দেবতার জন্য ফুলের রাখি কিনছেন। এছাড়া, বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়া, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের কর্মীদের রাখি কিনতে দেখা গিয়েছে।
সপ্তম শ্রেণির ছাত্রী অন্বেষা কর্মকার, শুভশ্রী পাল, জয়শ্রী দেবনাথ ও রিয়া পালের বাড়ি প্রাচীন মায়াপুরে। তারা জানাল, ভাই, দাদা ও বন্ধুদের পরানোর জন্য ইতিমধ্যে তারা রাখি কিনেছে। ছোটদের জন্য কার্টুন রাখি, বন্ধুদের ও বড়দের জন্য নতুন ডিজাইনের ব্রেসলেট রাখি, নানা স্টোন বসানো রাখি কিনে নিয়ে যাচ্ছে। রাখি পরিয়ে নানা উপহারও পাবে।
গানতলা বড় আখড়ার দুই কলেজপড়ুয়া সুদর্শন রায় ও কুশল সাহা এবার রাখি বিক্রি করছেন। তাঁরা বলেন, এবার ছোটদের কার্টুন রাখীর ভালোই চাহিদা কয়েছে। ফুল-পুঁতির রাখিও বিক্রি হচ্ছে। দু’তিন টাকা থেকে শুরু করে ১০০টাকা অবধি দামের রাখী রয়েছে। ৫, ১০ ও ২০টাকার রাখী সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।
বুড়ো শিবতলার ব্যানার্জিপাড়ার বাসিন্দা দীপঙ্কর সরকার বলেন, আমি ও আমার স্ত্রী তনুশ্রী দু’জন মিলে রাখী বিক্রি করছি। ব্রেসলেট রাখীর চাহিদা ভালো রয়েছে। পোড়ামাতলার ফুল ব্যবসায়ী কুশ দেবনাথ বলেন, ফুলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। সেকারণে ২৫-৩০টাকা দামে এক-এক পিস ফুলের রাখী বিক্রি করছি। স্পেশাল রাখীর দাম ৫০টাকা। এছাড়া, প্লাস্টিকের ফুল দিয়ে যে সমস্ত রাখী তৈরি হচ্ছে, সেগুলি প্রতি পিস ২০-৩০টাকা দামে বিক্রি হয়। ঝুলনপূর্ণিমায় অনেক মন্দিরে বিগ্রহ ফুলের রাখীর সাজে সাজিয়ে তোলা হয়। সেজন্য এসময় ফুলের রাখীর ভালো চাহিদা থাকে। - নিজস্ব চিত্র