নবদ্বীপে তিনটি ফেরিঘাটে রাত ১০টার পর নৌকা চলাচল বন্ধ
বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
সংবাদদাতা, নবদ্বীপ: ভাগীরথীর জল বিপদসীমার অনেকটা উপর দিয়ে বইছে। সেকারণে নৌকা চলাচলে নিয়ন্ত্রণ আনল নবদ্বীপ জলপথ পরিবহণ সমবায় সমিতি। শুক্রবার থেকে নবদ্বীপ, মায়াপুর ও স্বরূপগঞ্জ ফেরিঘাট দিয়ে রাত ১০টার পর কোনও নৌকা চলাচল করবে না। এদিন সকাল থেকেই ঘাট কর্তৃপক্ষ মাইক নিয়ে এবিষয়ে প্রচার চালায়।
জলপথ পরিবহণ সমবায় সমিতির সম্পাদক সুশান্ত হালদার বলেন, নদীতে জল অনেকটাই বেড়ে গিয়েছে। সেইসঙ্গে ভাগীরথী ও জলঙ্গিতে অত্যধিক পরিমাণে কচুরিপানা ভেসে আসছে। এতে নৌকা চলাচলে সমস্যা হচ্ছে। যন্ত্রচালিত নৌকার ইঞ্জিনের পাখায় কচুরিপানা আটকে যাচ্ছে। এর জেরে মাঝেমধ্যেই ইঞ্জিন বিকল হয়ে নৌকা অকেজো হয়ে পড়ছে। তখন উদ্ধারকারী নৌকার সাহায্যে সেই অচল নৌকাকে পাড়ে নিয়ে আসতে হচ্ছে। এসব কারণে রাতে পারাপারে বেশি বিপদ হতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
সেচদপ্তর জানিয়েছে, ভাগীরথী নদীর জলের বিপদসীমা ৮.৪৪মিটার। চরম বিপদসীমা ৯.০৫মিটার। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভাগীরথীর জল ৮.৯৫মিটার উচ্চতায় ছিল।