• দাদার পরিবারের সদস্য নন অবিবাহিত বোন: হাইকোর্ট
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • শুভঙ্কর বসু, কলকাতা: আজ শনিবার রাখি উৎসবে মাতবে গোটা দেশ! ভাই-বোনের অকৃত্রিম সম্পর্কের বাঁধন দৃঢ় থেকে দৃঢ়তর হয় এই উৎসবের হাত ধরেই। কিন্তু রাখি কিংবা ভাইফোঁটা। ভাইয়ের দীর্ঘায়ু কামনায় বোনেরা যুগ যুগ ধরে এমনসব উৎসবের রীতি পালন করে এলেও বোন কিন্তু দাদার পরিবারের সদস্য নন। অন্তত আইনের চোখে। সম্প্রতি একটি মামলায় এমনই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

    হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য পরিবহণ দপ্তরের অন্তর্গত সিএসটিসির অবরসরপ্রাপ্ত কর্মী বেহালার পর্ণশ্রীর বাসিন্দা সত্যনারায়ণ পাল। বর্তমানে তিনি পেনশনভোগী। তাঁর দাবি ছিল, তাঁর মৃত্যুর পর তাঁর অবিবাহিত বোনকে পারিবারিক পেনশনের নমিনি করা হোক। এমন দাবি জানিয়ে, গত ২ এপ্রিল সিএসটিসি দপ্তরে চিঠি দেন তিনি। অভিযোগ, তাঁর দাবি নাকচ করে দেয় সিএসটিসি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ওই নির্দেশ চ্যালেঞ্জ করে এরপরই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে মামলার শুনানিতে অবিবাহিত বোনকে পারিবারিক পেনশনের নমিনি হিসাবে গণ্য করার দাবি জানান তাঁর আইনজীবী। কিন্তু সিইএসটিসির তরফে আইনজীবী পাল্টা সওয়ালে দাবি করেন, আইন অনুযায়ী অবিবাহিত বোন ‘দাদা’র পরিবারের সদস্য নন। তাই তিনি এক্ষেত্রে পারিবারিক পেনশনের নমিনি হিসাবে গণ্য হতে পারেন না। রাজ্যের তরফেও একই সওয়াল করা হয়। সব পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতিও জানিয়ে দেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট অবসরপ্রাপ্ত কর্মীর অববিবাহিত বোন তাঁর পরিবারের সদস্য হিসেবে গণ্য হবেন না।
  • Link to this news (বর্তমান)