নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণকারী সুজাতা দে ওরফে মান্তার জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। বৃহস্পতিবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা ওই আবেদন নাকচ করে দেন। সম্প্রতি সিবিআই এই খুনের মামলায় আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে দুই পুলিস আধিকারিকের সঙ্গে অভিযুক্ত হিসেবে সুজাতা দে’র নাম উল্লেখ করেছে। সম্প্রতি সমন পাওয়ার পর অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপরই অভিযুক্তের তরফে আদালতে জামিনের আর্জি জানানো হয়। শুক্রবার অভিযুক্তের আইনজীবী সপ্তর্ষি ঘোষের অভিযোগ, ‘আমার মক্কেল ঘটনার শিকার। তাঁকে খুনের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে’।