• মাঝরাতে গঙ্গায় ভেসে যাওয়া মহিলার প্রাণ বাঁচাল নৌসেনা
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মাঝরাত। ঘড়ির কাঁটা রাত ১২টা ৪৫ মিনিটে এসে দাঁড়িয়েছে। নদীতে টহল দেওয়ার সময় নৌসেনার আধিকারিক ও জওয়ানদের চোখে পড়ে এক মহিলা ভেসে যাচ্ছেন। নদীতে তখন প্রবল স্রোত। মহিলা হাবুডুবু খাচ্ছেন। এক মুহূর্ত দেরি করেননি জওয়ানরা। ডুবন্ত মহিলার কাছে এগিয়ে যায় নৌসেনার বোট। উদ্ধার করা হয় মহিলাকে। তিনি বোটের উপর ওঠার পরও বিশ্বাস করতে পারছিলেন না যে, জীবন ফিরে পেয়েছেন। কলকাতার বন্দর এলাকার এই ঘটনা ঘটেছে। এরপর ভারতীয় নৌসেনাকে কুর্নিশ জানিয়েছে এলাকার মানুষ। মহিলার নাম ফয়জানা। তিনি হাওড়ায় থাকেন। সেনা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন রাতে নৌসেনার ‘সাগর প্রহরী’ (ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট) গঙ্গায় টহল দেয়। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও টহল দিচ্ছিলেন জওয়ানরা। নৌসেনার বোটে এক অফিসারের নেতৃত্বে ছিলেন ক্রু মেম্বাররা। গার্ডেনরিচ শিপ ইয়ার্ড থেকে পাঁচ কিলোমিটার দূরে বজবজের দিকে তাঁদের চোখে পড়ে এক মহিলা গঙ্গায় ভেসে যাচ্ছেন। দ্রুত ডুবন্ত মহিলার কাছে এগিয়ে যান। নৌসেনার বোট একেবারে কাছে চলে যায়। তারপর জল থেকে টেনে তোলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোনওভাবে গঙ্গায় পড়ে গিয়েছিলেন ফয়জানা। তারপর 

    স্রোতের টানে জল থেকে উঠতে পারেননি। উদ্ধার হওয়ার পর তিনি আতঙ্কে কাঁপছিলেন। জওয়ানরা তাঁকে শান্ত করেন। তারপর রিভার ট্রাফিক পুলিসের হাতে তুলে দেন। মহিলাকে মেটিয়াবুরুজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)