• ২২ আগস্ট পর্যন্ত জেল হেফাজত মনোজিৎদের
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল হেফাজতে মনোজিৎ সহ গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তরা। দক্ষিণ কলকাতা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ চার অভিযুক্তের পুলিস হেফাজত শেষে শুক্রবার তোলা হয় আলিপুর আদালতে। মনোজিতের আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায় আদালতে বলেন, তাঁর মক্কেলকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে কোনও অগ্রগতি নেই। তাই জামিন চান। নিরাপত্তারক্ষীর হয়ে জামিন চান তাঁর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। বাকি দুই অভিযুক্তের জামিনের আবেদন করা হয়নি। যদিও সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। তাই জামিন দিলে সমস্যা হবে। সওয়াল শেষে বিচারক সকলকেই ২২ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠান।
  • Link to this news (বর্তমান)