নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের এক নাগরিকের কাছ থেকে উদ্ধার হল ভুয়ো ভারতীয় পাসপোর্ট। কলকাতা বিমানবন্দরে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে অভিবাসন দপ্তর। ধৃতের নাম সৌমিক বড়ুয়া। সে দোহা থেকে কলকাতা হয়ে জার্মানি যাচ্ছিল। তার পাসপোর্টে অসংগতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদের মুখে আসল সত্য বেরিয়ে আসে। সে বাংলাদেশ থেকে হরিদাসপুর বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। তারপর ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিল।