নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানার কেশব সেন স্ট্রিটে হানা দিয়ে একজনকে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতের নাম আমন সাউ। গত জুলাই মাসে ভবানীপুর থানা এলাকা থেকে স্কুটার চুরির তদন্তে নেমে লালবাজারের গাড়ি চুরি দমন শাখার গোয়েন্দারা আমনকে গ্রেপ্তার করেন। পাশাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া স্কুটারটি উদ্ধার করেছে পুলিস।