• দিল্লিতে কংগ্রেস ও তৃণমূল ‘হাত’ মেলাতেই দোলাচলে বিধান ভবন
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কংগ্রেস-তৃণমূল কি কাছাকাছি আসছে? বিশেষকরে দিল্লিতে কংগ্রেসের সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর রাজনীতির অলিন্দে নানা কথা ঘুরপাক খাচ্ছে। আর তার জেরে বাংলার প্রদেশ কংগ্রেসে তৈরি হয়েছে দোলাচল। শুক্রবার কংগ্রেসকে বার্তা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ যদি তৃণমূলের জন্য এক কদম হাঁটে, আমরাও হাঁটব। আমাদের অগ্রাধিকার বাংলা। বাংলার অপমান আর বঞ্চনার প্রশ্নে, যে-ই আমাদের পাশে দাঁড়াবে, আমরা তার পাশে থাকব।’ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘বাংলার কংগ্রেস কর্মীদের মত হল ২৯৪টি আসনেই প্রার্থী দিয়ে লড়াই করা। সেটাই অগ্রাধিকার। তবে রাজনীতি সম্ভাবনাময় শিল্প। পথ চলতে গিয়ে কে পাশে হাঁটবে, সেটা সময়ই বলবে।’দেশজুড়ে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে এক সুর রাহুল-অভিষেকের। রাহুল গান্ধী যে বিষয়টি তুলে ধরেছেন, তার পরিপ্রেক্ষিতে মহাদেবপুরা বিধানসভার বিএলও, ইআরও, ডিইও’র বিরুদ্ধে কড়া ব্যবস্থার নেওয়ার দাবি তুলেছেন অভিষেক। এসআইআর বাতিলের দাবিতে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস। ছিলেন কংগ্রেস নেতা সৌরভ প্রসাদ, দেবজ্যোতি দাস, রুকশানা বেগম প্রমুখ।
  • Link to this news (বর্তমান)