• শ্রীরামপুরে সোনার দোকানে ক্রেতা সেজে লুট, চাঞ্চল্য
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডানকুনিতে সোনার দোকানে দুঃসাহসিক লুটের ঘটনার পর এখনও এক সপ্তাহ কাটেনি। তার আগেই ফের ছিনতাইয়ের ঘটনা ঘটল চন্দননগর কমিশনারেট এলাকায়। শুক্রবার রাতে শ্রীরামপুরের জমজমাট বি পি দে স্ট্রিটের এক সোনার দোকান থেকে গয়না ছিনতাই করে পালিয়ে গেল এক দুষ্কৃতী। ঘটনার পরপরই পুলিস তদন্তে নামলেও রাত পর্যন্ত ওই দুষ্কৃতীর হদিশ পায়নি। ঘটনার জেরে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এদিন ক্রেতা সেজেই সোনার দোকানে এসেছিল ওই যুবক। তারপর সুযোগ বুঝে সোনার কিছু গয়না ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তাকে ধাওয়া করলেও ধরতে পারেননি দোকানের মালিক ও তাঁর কর্মীরা। দোকানের মালিক জানিয়েছেন, এদিন সকালে ওই যুবক ক্রেতা সেজে গয়না কিনতে এসেছিল। কয়েকটি গয়না নেড়েচেড়ে অন্য একদিন আসব বলে চলে যায়। কিন্তু রাতেই সে ফের দোকানে এসে সুযোগ বুঝে ছিনতাই করে পালিয়ে গিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মূলত রেকি করতেই ওই দুষ্কৃতী দিনের বেলা এসেছিল। প্রসঙ্গত, সম্প্রতি হুগলিতে সোনার দোকানে লাগাতার ছিনতাই, লুটের ঘটনা ঘটে চলেছে। সব ক্ষেত্রেই দুষ্কৃতীরা ক্রেতার ছদ্মবেশে আসছে। গত রবিবার ডানকুনির দক্ষিণ সুভাষপল্লির একটি বড় সোনার দোকানে একই কায়দায় দুষ্কৃতীরা লুটতরাজ চালায়। সাতদিন পেরিয়ে গেলেও ওই তদন্তের কিনারা করতে পারেনি পুলিস। এদিনও একই কায়দায় কাজ হাসিল করে চম্পট দিল দুষ্কৃতীরা। 
  • Link to this news (বর্তমান)