বোমা মিজানকে ছিনিয়ে নেওয়ার ছক, ৮ বছরের জেল শাগরেদের
বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর। ময়মনসিংহের কাশিমপুর জেল থেকে কোর্টে নিয়ে যাওয়ার পথে বোমা‑গুলি চালিয়ে প্রিজন ভ্যান থেকে জেএমবি জঙ্গি বোমা মিজানকে ছিনিয়ে নিয়েছিল তার শাগরেদরা। পরে ওই জঙ্গি মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে এ রাজ্যে প্রবেশ করে। একই কায়দায় ২০১৯ সালে এক সন্ত্রাসবাদী মামলায় প্রেসিডেন্সি জেল থেকে কলকাতার বিচারভবনে নিয়ে যাওয়া‑আসার পথে জাহিদুল ইসলাম ওরফে মিজানকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তার অনুগামীরা। মূল ষড়যন্ত্রকারী ছিল জঙ্গি মিজানের ‘ডান হাত’ আশিক ইকবাল। সে মিজানকে নিয়ে প্রেসিডেন্সি জেল ভেঙে পালিয়ে যাওয়ারও পরিকল্পনা করেছিল। কিন্তু জেল ও কলকাতা পুলিসের এসটিএফের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
ওই ঘটনার দায়ে সাড়ে ছ’বছর পর জেল হেফাজতে থাকা আশিক ইকবালকে আট বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় এই আদেশ দিয়েছেন। বিচারক ওই সাজার সঙ্গে রাষ্ট্রদ্রোহিতা ও বিস্ফোরক আইনেও আশিকের বিরুদ্ধে পৃথক সাজা ঘোষণা করেন। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজা একই সঙ্গে চলবে। মামলার দুই সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু ও বিশ্বজিৎ ঠাকুরতা জানান, মামলার শুনানি চলাকালে জেল হেফাজতে থাকা জঙ্গি আশিক আদালতে দোষ কবুল করে। সে বিচারককে জানায়, জেল ভেঙে অভিযুক্ত জঙ্গি বোমা মিজান যাতে পালিয়ে যেতে পারে, তার ষড়যন্ত্রে যুক্ত ছিল। এমনকী আদালতে নিয়ে যাওয়া‑আসার পথে পুলিসের গাড়ি থেকে বোমা মিজানকে ছিনিয়ে নিয়ে যাওয়ারও পরিকল্পনার সঙ্গেও সে যুক্ত ছিল। দোষী সাব্যস্ত এই জঙ্গির আইনজীবী ফজলে আহমেদ খান রায়দানের পর বলেন, ‘আমার মক্কেল মূল স্রোতে ফিরে যাওয়ার জন্যই আদালতে দোষ কবুল করেছে। আদালতের এই রায়ে আমরা খুশি।’