পার্টিকর্মীদের বুদ্ধদেব ভট্টাচার্যকে অনুকরণ করার পরামর্শ বিমানের
বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়াভাবেই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করল বঙ্গ সিপিএম। প্রথম মৃত্যুবার্ষিকীতে বিমান বসু, সূর্য মিশ্র, মহম্মদ সেলিমদের স্মৃতিচারণায় উঠে এল বুদ্ধদেবের মন্ত্রিত্বের কথা, মন্ত্রিসভা ছাড়ার কথা, সর্বপোরি বাংলা নিয়ে তাঁর স্বপ্নের কথা।
এদিন সকালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভেনিউয়ের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান বিমান বসু এবং পার্টির বিভিন্ন নেতা। স্মরণসভা থেকে বিমান বসু পার্টির বর্তমান গণআন্দোলনের কর্মীদের মনে করিয়ে দেন, বুদ্ধদেবকে সকলের অনুকরণ করা দরকার। বিমানবাবু বলেন, ‘একজন কমিউনিস্ট হিসেবে তাঁর উপর যখন যা দায়িত্ব এসেছে, তিনি তা যোগ্যতার সঙ্গেই পালনের চেষ্টা করেছেন। এখন যাঁরা দায়িত্ব নিয়ে কমিউনিস্ট পার্টি করেন, তাঁদের বলব, যখন যা দায়িত্ব পড়বে সেটাই করা উচিত। জনসংযোগ বৃদ্ধি না করলে, আন্দোলন সংগ্রামের মাঠ বড় না করলে অসুবিধা হয়। সে-কাজে বুদ্ধদেব ভট্টাচার্য যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণ দিবসে আবেদন করছি, এখন যাঁরা পার্টি করছেন তাঁকে অনুকরণ করুন।’ এরপর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর ভিয়েতনাম ভ্রমণের স্মৃতি তুলে ধরেন সূর্যকান্ত মিশ্র। তিনি জানান, সেখানে গিয়ে ঘরোয়া পরিসরে বুদ্ধদেব ভট্টাচার্য রবীন্দ্রসংগীতও গেয়ে শুনিয়েছিলেন। সূর্যকান্ত বলেন, ‘আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে, যখন আমরা দু’জনেই মন্ত্রী ছিলাম। মাঝখানে কিছুদিন তিনি ছিলেন না, ছেড়ে দিয়েছিলেন।’
সভা শেষে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘আজ খুব কম মানুষকেই খুঁজে পাওয়া যাবে, যাঁরা বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন, কর্ম ও তাঁর পিছনে নিহিত উদ্দেশ্যকে সন্দেহের তিরে বিদ্ধ করতে পারেন।’ এদিন সেলিম ঘোষণা করেন, আগামী ২১ আগস্ট প্রমোদ দাশগুপ্ত ভবনে ভি এস অচ্যুতানন্দনের স্মরণসভা হবে। সেদিন পার্টির সাধারণ সম্পাদক এম এ বেবি উপস্থিত থাকবেন।