• বিএলআরও অফিসে টাকা দিয়ে জমি রেকর্ড, ভিডিও ভাইরাল
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: জয়নগর ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমিসংস্কার অফিসে এক কর্মী টাকার বিনিময়ে জমি রেকর্ড করে দিচ্ছেন! এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ভাইরাল ভিডিওতে ওই কর্মীকে রীতিমতো টাকা নিতে দেখা গিয়েছে। যদিও নীলরতন মণ্ডল নামে বিএলআরও অফিসের ওই কর্মী বলেন, ‘এটা ফেক ভিডিও। আমাকে ফাঁসানো হচ্ছে।’ তবে ব্লকের ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক অনুপম চক্রবর্তী জানিয়েছেন, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ না এলেও তদন্ত করে দেখা হবে। সরকারি অফিসে এমন ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা। সিপিএম নেতা অপূর্ব প্রামাণিক বলেন, ‘জমি রেকর্ড করতে ঘুষ নিচ্ছেন সরকারি কর্মী। এতেই তো প্রমাণ হয়ে যায় যে টাকা ছাড়া সরকারি কোনও কাজ হবে না।’ তাঁর কটাক্ষ, ‘সরকারি কর্মীদের ডিএ দিচ্ছে না রাজ্য সরকার। তাই হয়তো ওই কর্মী নিজেই বাড়তি টাকা রোজগারে নেমে পড়েছেন।’ বিজেপি নেতা উৎপল নস্কর বলেন, ‘মানুষ দেখছে বুঝছে, সরকারি অফিসে টাকা না দিলে কাজ হয় না। ওই কর্মীর পিছনে ঊর্ধ্বতন আধিকারিকদের মদত আছে।’  প্রসঙ্গত, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, জমি রেকর্ডের জন্য ওই কর্মীর কাছে গিয়েছেন এক ব্যক্তি। প্রথমে সেই কর্মী কাজ করে দেওয়ার জন্য ১ হাজার টাকা চান। শেষে ৫০০ টাকায় ‘রফা’ হয়। টাকা পেয়েই সঙ্গে সঙ্গে জামার পকেটে রেখে দিতে দেখা যায় তাঁকে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)