‘তদন্তের নামে প্রহসন হচ্ছে। বিচারের দাবিতে লড়াই চলবে’, ‘নবান্ন অভিযান’-এর আগে বার্তা আরজি করে নির্যাতিতা চিকিৎসকের মায়ের।
কলকাতা ট্র্যাফিক পুলিশ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড, জওহরলাল নেহরু রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্র্যাবোর্ন রোড এবং হাওড়া সেতুতে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল।
শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। আগামী তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
ডুরান্ড কাপে আজ মুখোমুখি মোহনবাগান ও ডায়মন্ড হারবার। কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য এ দিনের ম্যাচ।
আরজি কর কাণ্ডের এক বছর পার। শনিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই ‘অরাজনৈতিক’ মিছিলের জন্য প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বিভিন্ন স্থানে স্টিল ও লোহার ব্যারিকেড এবং উঁচু স্টিলের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছে। নবান্নের আশেপাশের এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। দক্ষিণ হাওড়ায় কার্যত হাতেগোনা যানচলাচল।