নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার আকাশ শনিবারও মেঘলা থাকার সম্ভাবনা প্রবল। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে গোটা শহর জুড়ে নয়, বরং বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মিলতে পারে।হাওয়া অফিসের পূর্বাভাস মোতাবেক, কলকাতায় শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল অর্থাৎ ৮ আগস্ট শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি, যা কিনা স্বাভাবিকের তুলনায় ২.৮ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি।শুক্রবার ৬টা ৩০ মিনিট থেকে শনিবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহরে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ০০০.৪ মিমি। তবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি—সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৮৫ শতাংশ—ফলে অস্বস্তিকর পরিস্থিতিতে কালঘাম ছুটেছে আমজনতার।