• ভুটানের জলে বিছিন্ন সেন্ট্রাল ডুয়ার্স, মৃত্যু যুবকের
    প্রতিদিন | ০৯ আগস্ট ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: লাগাতার বৃষ্টিতে দুর্ভোগ উত্তরবঙ্গে। অত্যাধিক বর্ষণে ফুঁসছে পাহাড়ি নদীগুলি। রুদ্ররূপ ধারণ করেছে তিস্তা-সহ একাধিক নদী। এবার ভুটান থেকে আসা জলের তোড়ে বিছিন্ন হয়ে গেল কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা। সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান ও লোকবসতি এলাকা জেলার অন্যান অংশ থেক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কার্যত বন্দি সাধারণ মানুষ।

    সেন্ট্রাল ডুয়ার্স চাবাগান ও লোকবসতি এলাকা পানা, বাসরা ও কালিঝোরা এই তিন পাহাড়ি নদী পরিবেষ্টিত। এটি মূলত ভুটান সীমান্ত এলাকা। ভুটান থেকে ধেয়ে আসা নদীর জলে বিছিন্ন হয়ে গিয়েছে এলাকা। ক্রমাগত বৃষ্টির কারণে এই তিনটি নদীর জলস্তর অনেক বেড়ে গিয়েছে। কালানদীতে বান আসে ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই এলাকা মূলত শুষ্কই থাকে। বছরভর সময় বাঁচাতে হাঁটু বা তারও কম থাকা নদীগুলি হেঁটেই পাড় হন বাসিন্দা। বর্ষায় জল বাড়লে ঘুরপথে চলাচল হয়। কিন্তু ভুটানের জলে সেই রাস্তাও বন্ধ। পানা নদীতে ব্রিজ তৈরির দাবি তুলেছেন স্থানীয়রা।

    অন্যদিকে, সেন্ট্রাল ডুয়ার্স এলাকায় বর্ষার ভরা নদীর জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। বাসরা নদীতে তার মৃত দেহ দেখতে পান স্থানীয়রা। মৃত যুবকের নাম পৌলচ মিঞ্জ। তিনি মেচপাড়া এলাকার বাসিন্দা। শনিবার সকালে তাঁর দেহ দেখতে পারেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। নদীতে এসেছিলেন তাল সামালাতে পেরে ডুবে যান। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 
  • Link to this news (প্রতিদিন)