• জয়েন্টে আইনি জট, হাই কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য
    প্রতিদিন | ০৯ আগস্ট ২০২৫
  • স্টাফ রিপোর্টার: কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশে আইনি জটিলতা তৈরি হয়েছে। কলেজে ভর্তিতেও সেই জট বহাল। সমস্যার সুরাহায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। এ ব্যাপারে শুক্রবার জোড়াসাঁকো ক্যাম্পাসে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশের পর অন্য রকম কিছু বিবেচনা হতে পারে, এটা আমাদের ধারণায় ছিল না। আমরা দ্রুত আইনি পথে যাব। দেশের সর্ব্বোচ্চ ন্যায়ালয়ের কাছে আবেদন করব। হয়তো শুক্রবারই মেনশন করা হবে।” শুক্রবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ক্যাম্পাসে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেরিয়ে আসার পরে স্নাতকে ভর্তির পোর্টাল বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, “খুব দ্রুত এর নিষ্পত্তি হবে।”

    প্রসঙ্গত, গত ৭ আগস্ট জয়েন্টের ফল প্রকাশের জন্য প্রস্তুত ছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু তার আগেই কলকাতা হাই কোর্টের ওবিসি সংরক্ষণ মামলায় জয়েন্টের ফল প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়। একইভাবে গত ৫ জুন জয়েন্টের ফল প্রকাশের জন্য বোর্ড তৈরি থাকলেও সংরক্ষণ মামলার জেরে ফল প্রকাশ করা যায়নি। পাশাপাশি সংরক্ষণ মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের জেরে রাজ্যের কলেজগুলিতে স্নাতকে ভর্তি প্রক্রিয়া থমকে রয়েছে। গত ৭ আগস্ট স্নাতকের মেধাতালিকা প্রকাশ করা যায়নি আইনি জটিলতার কারণে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তরে ভর্তিও সেই আইনি জটে আটকে রয়েছে।

    ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরও সংরক্ষণ নিয়ে নতুন একটি মামলা হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে। গত বৃহস্পতিবার সেই বেঞ্চ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সংরক্ষণ নিয়ে নতুন নির্দেশ দেয়। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। এর আগেও একাধিক মামলায় রাজ্যের শিক্ষক নিয়োগ থমকে গিয়েছিল। সেক্ষেত্রে সরকার আইনি লড়াই চালিয়ে জট ছাড়িয়েছে। বর্তমানে ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মসৃণভাবে করছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে ১২ হাজারের বেশি শিক্ষক নিয়োগ হয়ে গিয়েছে উচ্চ প্রাথমিকে। এবার তাই কলেজে স্নাতকে ভর্তি ও ফল প্রকাশ মসৃণভাবে সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার।
  • Link to this news (প্রতিদিন)