রাস্তায় রাস্তায় পুলিশ, লোহার ব্যারিকেড, নবান্ন অভিযান ঘিরে সতর্ক পুলিশ
প্রতিদিন | ০৯ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের বছরপার। শনিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও অনুমতি চাওয়া হয়নি বলেই দাবি রাজ্য পুলিশ কর্তাদের। তবে উত্তেজনা এড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে খবর, শনিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, জওহরলাল নেহরু রোড, হাইড রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্র্যাবোর্ন রোড এবং হাওড়া সেতু।
টার্ফ ভিউ রোড, হেস্টিংস মাজার, ফারলং গেট এবং খিদিরপুর রোডের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অশান্তির আশঙ্কায় ইতিমধ্যে রাস্তায় বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বহু জায়গায় কন্টেনার, স্টিলের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল বসানো হয়েছে। রাস্তায় রাস্তায় পুলিশের তরফে ‘আইন ভাঙবেন না’, ‘শান্তি বজায় রাখুন’ পোস্টার লাগানো হয়েছে। জলকামানের ব্যবস্থাও রাখা হয়েছে।
নবান্ন অভিযান নিয়ে শুক্রবার এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার, কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং প্রবীণ ত্রিপাঠি সাংবাদিক বৈঠক করেন। শান্তিপূর্ণ মিছিলের ক্ষেত্রে পুলিশের কোনও আপত্তি নেই বলেই জানান এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকারের বক্তব্যও প্রায় একই। তিনি জানান, নবান্নের আশেপাশে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। তাই যেকোনও জমায়েত নিষিদ্ধ। মন্দিরতলা বাসস্ট্যান্ড, বঙ্কিম সেতুর নিচে এবং হাওড়া ময়দানে জমায়েত করা যাবে। ৩টি জায়গা মিলিয়ে ১২০০ জন থাকতে পারেন মিছিলে। কলকাতা হাই কোর্টের নির্দেশমতো বিকল্প জায়গা হিসাবে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডকে বেছে দেওয়া হয়েছে। সেখানে শান্তিপূর্ণভাবে মিছিল করার ক্ষেত্রে কোনও বাধা নেই। সেক্ষেত্রে প্রশাসনও মিছিলকারীদের পূর্ণ সহযোগিতা করবে। তবে কোনও সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না। সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ বাধ্য হবে বলেই জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা।