• SIR নিয়ে প্রস্তুতি কি ঠিক খবর? রাজ্যের চিঠি CEO-কে
    এই সময় | ০৯ আগস্ট ২০২৫
  • এই সময়: বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) কবে হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও নির্দেশিকা জারি করেনি দেশের নির্বাচন কমিশন। তবে সূত্রের দাবি, বাংলায় 'সার' চালু হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস (সিইও) তার জন্য প্রস্তুত বলে কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে।

    শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। সিইও অফিসের এই বক্তব্য কতটা সঠিক, তা জানতে রাজ্যের সিইও মনোজ আগরওয়ালকে চিঠি দিল রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এই চিঠিতে সিইও-র কাছে জানতে চেয়েছেন, 'সার'-প্রস্তুতির বিষয়টি কতটা সঠিক? এ নিয়ে সিইও দপ্তর রাজ্য সরকারকে কিছু জানায়নি। এ নিয়ে যাতে কোনও বিভ্রান্তি তৈরি না-হয়, তা নিশ্চিত করতেও অনুরোধ জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। রাজ্যের শাসকদল তৃণমূল একাধিকবার জানিয়ে দিয়েছে, 'সার'-এর নামে বাংলার একজন বৈধ ভোটারের নামও তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এ দিনের চিঠি থেকে প্রশাসনিক মহলের একাংশের বক্তব্য, নবান্নও যে এখনই 'সার' চাইছে না, সিইও-কে পাঠানো চিঠিতে সেই সুরই রয়েছে।

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, নির্বাচন কমিশন বিহারে 'সার' চালুর সময়ে জানিয়ে দিয়েছিল, সারা দেশে এটা হবে। গত ৫ জুলাই কমিশন চিঠি দিয়ে 'সার'-এর প্রস্তুতি নিতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে নির্বাচন দপ্তরকে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে না রেখে পৃথক দপ্তর করার সুপারিশ করেছিল। সব রাজ্যই আলাদা দপ্তর রয়েছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এই নয়া দপ্তরের সচিব পদাধিকারবলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হওয়ার কথা। নিয়োগ করতে হবে একজন ফিনানশিয়াল অ্যাডভাইজ়ার। তা-ও এখনও কার্যকর হয়নি।

  • Link to this news (এই সময়)