• মাছের বদলে আলুসিদ্ধ আর ডিম? রাগে মাকে মেরে আত্মঘাতী ছেলে
    আজকাল | ০৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অভাবের সংসার। মা, মাছের বদলে আলুসিদ্ধ ও ডিম রান্না করে ছেলেকে খেতে দেওয়ায় ঘটে গেল বিপত্তি । মাকে প্রথমে মোবাইল ছুঁড়ে মেরে গুরুতর আহত করে তারপর নিজেই আত্মঘাতী হল ছেলে। 

    সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত ঝাউবনা এলাকায়। মৃত কিশোর ১৭ বছর বয়সী বলে জানিয়েছেন প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিতৃহারা ওই কিশোর তার মায়ের সঙ্গে থাকত।  মা ঠিকা কাজ করে কোনওক্রমে সংসার চালাতেন।  সোমবার দুপুরে ডিম ভাজা আর আলু সেদ্ধ দিয়ে ভাত দেওয়ায় বেজায় চটে যায় ছেলে। মায়ের সঙ্গে বেঁধে যায় বাগ-বিতণ্ডা। 

    মা রোজ কেন ভাল খাবার রান্না করে না এই অভিযোগ তুলে রাগের মাথায় হঠাৎই নিজের হাতে থাকা মোবাইল ফোনটি ছুঁড়ে মারে ছেলে। শক্ত ফোনের আঘাতে তার মায়ের চোখের নিচে কেটে গিয়ে রক্ত বের হতে থাকে।

    এরপর কিছুক্ষণ পর অনুতপ্ত হয়ে নিজেই ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই কিশোর। এমনকী আত্মহত্যার আগে নিজের সমাজমাধ্যমের পাতায় স্ট্যেটাস দিয়ে ওই কিশোর লিখে গিয়েছে, 'আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী' । 

    মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার খবর শুনে এলাকায় পৌঁছায় নওদা থানার পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

    মৃত কিশোরের  মা রমলাদেবী কান্নায় ভেঙে পড়ে বলেন, 'অভাবের সংসার আমাদের। ছেলেকে দুপুরে মাছ করে দিতে পারিনি।  আলু সেদ্ধ  আর ডিম ভাজা দিয়ে খেতে বলেছিলাম। রাতে মাছ রান্না করে দেব বলে কথা দিয়েছিলাম। কিন্তু তাতেই ছেলের মাথা গরম হয়ে যায়।' 

    তিনি আরও বলেন' প্রথমে আমার মুখে মোবাইল ফোন ছুঁড়ে মারে ছেলে। তারপর খাবার ফেলে ঘর থেকে বেরিয়ে যায়।' রমলা দেবী জানিয়েছেন, 'বিকেলে আমি নিজের কাজে বেরিয়ে যাওয়ার পর ঘরে ঢুকে ছেলে গলায় দড়ি দেয় । পরে বিষয়টি জানাজানি হতে আমরা তাকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আমার ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। আমার ওপর অভিমানেই ছেলে হয়ত  এইরকম একটা চরম সিদ্ধান্ত নিয়েছে।'

     মৃত কিশোরের প্রতিবেশী শ্যামল সরকার  জানিয়েছেন, 'মা ও ছেলের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হত। গতকাল দুপুরে মা শুধুমাত্র আলুর তরকারি দিয়ে ভাত খেতে দেওয়ায় ছেলে মাকে মোবাইল ছুঁড়ে মারে। তারপর ভাতের থালা ফেলে আমাদের বাড়ি চলে আসে।' শ্যামলবাবু আরও বলেন ,'গতকাল দুপুরে আমাদের বাড়িতেই ভাত খায় সে। তারপর মোবাইল ঘাঁটতে ঘাঁটতে নিজের বাড়ি চলে যায়। আর সেখানে গিয়েই গলায় দড়ি দিয়েছে। সমাজমাধ্যমের স্ট্যেটাসে বিষয়টি জানতে পারার পর আমরা তার বাড়ি গিয়ে ঘর থেকে তাকে অচৈতন্য অবস্থায়  উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে সে মারা গিয়েছে ।'
  • Link to this news (আজকাল)