বাংলা ভাষা আন্দোলনকে বিশ্বের দরবারে তুলে ধরার ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, চরম কটাক্ষের শিকার বাম-বিজেপি
আজকাল | ০৯ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভাষা আন্দোলনকে এবার বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি এদিন ঝা়ডগ্রামের সভা থেকে বলেন, যেভাবে প্রতিটি রাজ্যে বাংলা বলার জন্য আক্রান্ত হতে হচ্ছে তাতে এই আন্দোলন আগামীদিনে বিরাট আকার নেবে। তিনি বলেন, বাংলা বললেই বাংলাদেশী তকমা জুটছে। একে মেনে নেওয়া হবে না। যদি প্রয়োজন হয় তাহলে বাংলা ভাষার এই আন্দোলনকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া হবে।
এনআরসি ইস্যুতে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার দাবি করেছেন, বাংলায় এনআরসি করতে দেবেন না তিনি। এদিকে কেন্দ্রও নিজের অবস্থানে অনড়। এদিকে অসম সরকারের তরফে এরাজ্যের অনেককেই নোটিসও পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে ফুঁসে উঠলেন মমতা। সরাসরি তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বললেন, “আপনি আগে জন্মের শংসাপত্র দেখান।
এদিন সভামঞ্চ থেকে রাজ্যের বিগত বাম সরকারকেও একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাম আমলে ঝাড়গ্রামে কেউ আসতে পারত না। এখানে এখন শান্তির পরিবেশ বজায় রয়েছে। লালগড় থেকে বেলপাহাড়ি সর্বত্র ছিল ভয়ের পরিবেশ। এখন সেখানে শান্তি বিরাজ করছে। এদিন তৃণমূল সুপ্রিমো ফের একবার কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন, ভোটার লিস্টের নামে বিজেপি নিজের কাজ করতে চাইছে। সেখানে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছে। বাংলাতে কথা বললেই বাংলাদেশী তকমা দিয়ে দেওয়া হচ্ছে। একে বরদাস্ত করা হবে না। অসম সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, যেভাবে তারা বাংলার মানুষকে নোটিশ পাঠাচ্ছে সেজন্য তাদেরকে ধিক্কার।
তিনি আরও বলেন, বাংলার মানুষ এনআরসি-র নামে ভয়ে মানুষ আত্মহত্যা করছে সেই দায় কার। বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না। রাজ্যে সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে বলেও এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।
বাংলা থেকে একটি নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না বলে এদিন ফের একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। টাকা দিয়ে ভোট নিয়ন্ত্রণ করা যাবে না। বকলমে এনআরসি হচ্ছে না, হবে না বলেও তিনি ফের একবার জানিয়ে দেন। যারা নোটিশ পাচ্ছেন তারা কেউ তার উত্তর দেবেন না বলেও এদিন জানিয়ে দেন তিনি।
মমতা ব্যানার্জি বিজেপি সরকারকে এদিন রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। বললেন, আসল ভোটারের নাম বাদ গেলে সকলের মুখোশ খুলে দেব। নাম বাদ দিলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে। এরপরই তিনি প্রশ্ন করেন, কোন আইনে নোটিস পাঠাচ্ছে অসম সরকার?” নির্বাচন কমিশনকেও নিশানা করলেন তিনি। তারা বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে বলে অভিযোগ করলেন মমতা। কমিশনকে বিজেপির ক্রীতদাস বলে তোপ দাগলেন তিনি। সাফ বুঝিয়ে দিলেন, তিনি বাংলার মানুষের পাশে রয়েছে। রাজ্যবাসীর সঙ্গে কোনওরকম অন্যায় তিনি মানবেন না।
এদিন সভার আগে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে পদযাত্রা করেন। তার সঙ্গে সেখানে পা মেলান সেখানকার সাধারণ মানুষ। ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম থেকে শুরু করে আরও অনেকে। হাতে আর কয়েকটি মাস তারপর রাজ্যে ভোটের দামামা বেজে যাবে। আর এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে এই ভাষা আন্দোলন যে বিশেষ মাত্রা পেতে চলেছে তা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা থেকেই স্পষ্ট।