ঘেমে-নেয়ে অফিস যাওয়ার দিন শেষ! রাজ্যে কবে চালু হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন? দিনক্ষণ জানিয়ে দিল রেল
আজকাল | ০৯ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চলতি সপ্তাহের শেষেই চালু হতে চলেছে রাজ্যে প্রথম শীতাতপনিয়ন্ত্রিত লোকাল ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার ১০ আগস্ট থেকে চালু করা হতে পারে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত শীতাতপনিয়ন্ত্রিত লোকাল ট্রেনের যাত্রা। রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলে সোমবার থেকে চালু হতে পারে বাণিজ্যিকভাবে এই ট্রেনের যাত্রা। রেলের একটি সূত্র জানিয়েছে, উদ্বোধনে রাজ্যের দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার ছাড়াও আমন্ত্রণ জানানো হবে স্থানীয় সাংসদ, বিধায়ককে। থাকবেন রেলের পদস্থ কর্তারা।
চলতি বছরের জুন মাসে চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে এই ট্রেনটি রানাঘাট স্টেশনে নিয়ে আসা হয়। একটি দূরপাল্লার ট্রেনের ইঞ্জিন শীতাতপনিয়ন্ত্রিত এই ট্রেনটি নিয়ে আসে। রেল সূত্রে জানা জানা গিয়েছে, ১২ কামরার এই শীতাতপনিয়ন্ত্রিত ট্রেনের মোট আসন সংখ্যা ১১০০। আছে আপৎকালীন প্রয়োজনে যাত্রীদের সঙ্গে ট্রেন চালক ও গার্ডের মধ্যে কথা বলার জন্য 'টক ব্যাক' সিস্টেম। গোটা ট্রেনটি মোড়া থাকবে সিসিটিভি ক্যামেরায়। প্রতিটি কামরায় আছে ৩০ টনের এসি মেসিন। স্টিল বডি বা ইস্পাত নির্মিত এই ট্রেনে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য বিশেষ ব্যবস্থা। সেইসঙ্গে ট্রেনের প্রথম থেকে শেষপর্যন্ত থাকবে 'ভেস্টিবুল' ব্যবস্থা।
এবিষয়ে পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, আপাতত দিনে দু'বার এই শীতাতপনিয়ন্ত্রিত ট্রেনটি চালানো হবে। সকালে 'অফিস আওয়ার্স' বা দিনের ব্যস্ত সময়ে ট্রেনটি রানাঘাট থেকে শিয়ালদহের দিকে রওনা দেবে। সন্ধেবেলায় আবার ব্যস্ত সময়ে শিয়ালদহ থেকে রানাঘাটের দিকে রওনা দেবে। পরবর্তী সময়ে যাত্রী সংখ্যা বাড়লে ট্রেনের সংখ্যাও সেই অনুযায়ী বাড়ানো হবে বলে ওই আধিকারিক জানান। ট্রেনের দরজা স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলবে এবং বন্ধ হবে। মেট্রো রেলের মতো এই ট্রেনের দরজাও স্টেশনে না থামা পর্যন্ত খুলবে না। চালক বা গার্ড এই বিষয়টি পরিচালনা করবেন।
কত টাকা ভাড়া হবে এই ট্রেনের? রেল জানিয়েছে শিয়ালদহ থেকে দমদম, ব্যারাকপুর, নৈহাটি এবং রানাঘাট পর্যন্ত একপিঠের ভাড়া যথাক্রমে ৩৫, ৬০,৯০ এবং ১২০ টাকা। যার অর্থ একবার যাত্রার জন্য ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা। রেল আশাবাদী এই নতুন শীতাতপনিয়ন্ত্রিত লোকাল ট্রেনের পরিষেবা প্রত্যেকটি যাত্রীকে সন্তুষ্ট করবে।
উল্লেখ্য, জুন মাসেই এই ট্রেন সম্পর্কিত বেশকিছু তথ্য সামনে এসেছিল। জুন মাসে প্রাথমিকভাবে জানা গিয়েছিল, একটি নয়, দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে অফিস আওয়ার্স বা দিনের ব্যস্ত সময়েই চলবে এই শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনগুলি। ট্রেনের ভাড়া নিয়ে তখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও রেল সূত্রে জানা গিয়েছিল, ১০ কিমি পর্যন্ত টিকিটের মূল্য ২৯ টাকা ধার্য্য করা হয়েছে। ১১ থেকে ১৫ কিমি পর্যন্ত ভাড়া হবে ৩৭ টাকা।
জুন মাসেই এসি লোকাল ট্রেনের বিষয়টি নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে আলোচনা শুরু হওয়ার পর, শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেছিলেন, 'এই ট্রেন হল সিটি অফ জয় এবং শহরতলীর বাসিন্দাদের শিয়ালদহ ডিভিশনের একটি উপহার।'