• ১৩ আগস্ট পর্যন্ত রাজ্যে টানা দুর্যোগ, ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ছারখার হবে উত্তর থেকে দক্ষিণ, রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট
    আজকাল | ০৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আজ, কাল বা পরশু নয়, আগামী ১৩ আগস্ট পর্যন্ত রাজ্যের জেলায় জেলায় প্রবল দুর্যোগ। জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। বৃহস্পতিবার টানা দুর্যোগের অ্যালার্ট জারি করল হাওয়া অফিস। 

    আবহাওয়া দপ্তর জানাচ্ছে-

    ০৭ আগস্ট-

    উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি। বৃহসপতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিক্ষপ্ত অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলার একাধিক অংশে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে।  মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার (৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ) সম্ভাবনা। 

    বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলার একাধিক অংশে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি)-সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। একইসঙ্গে পরিস্থিতি আরও জটিল করতে পারে বজ্রপাত। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-জলের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। 

    আরও পড়ুন: ‘না জেনে ফর্ম ফিল-আপ করবেন না’, রাজ্যবাসীকে ‘ডবল ইঞ্জিন সরকারের চালাকি’ বোঝালেন মমতা, রাজনীতি সরিয়ে আওড়ালেন আবেগের রবীন্দ্রনাথ-নজরুল

    ৮ আগস্ট-উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১সেমি)-সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। 

    শুক্রবার, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) ভাসাতে পারে বিস্তীর্ণ এলাকা। আগামিকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রপাত এবং দমকা হাওয়ার (৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা) সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।

    ৯ আগস্ট-জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১সেমি)-সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে মৌসম ভবন। 

    শনিবার দুর্যোগ কম-বেশি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার একাধিক স্থানে বজ্রপাত এবং দমকা হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) হওয়ার সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। 

    ১০ আগস্ট- 

    বৃহস্পতিবারের আপডেটে হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

    ১০-১১ আগস্ট দক্ষিণবঙ্গে তুলনায় কম দুর্যোগের সম্ভাবনা।

    ১২-১৩ আগস্ট-

    ১২ আগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ১৩ আগস্ট জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। 

    ১২ আগস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত অংশে। 

     মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশে অবস্থান। উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সেই কারণেই আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, .৭ আগস্ট, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • Link to this news (আজকাল)