সকাল থেকে মেঘলা আকাশ, কিছুক্ষণেই তোলপাড় হবে ১৪ জেলা! প্রবল দুর্যোগের আশঙ্কায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ
আজকাল | ০৯ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিস বৃহস্পতিবারেই জানিয়েছিল, আগামী সাতদিন টানা দুর্যোগ বঙ্গে। শুক্রবার সকাল থেকেই তার আভাস জেলায় জেলায়। বৃহস্পতির রাত থেকেই বদলাতে শুরু করেছেন আকাশের অবস্থা। কোথাও টিপটাপ, কোথাও ঝমঝম বৃষ্টি। হুক্র সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একই পরিস্থিতি। মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি দফায় দফায়। একই অবস্থা উত্তরের জেলাগুলিতেও।
হাওয়া অফিস বৃহস্পতিবার বিকেলের আপডেটে জানিয়েছে, আগামী ১৩ তারিকখ পর্যন্ত দুর্যোগ বঙ্গে। কবে, কোন জেলায় কী পরিমাণ ঝড়-জলের সম্ভাবনা, জানিয়েছে তাও।
কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর?
৮ আগস্ট-উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১সেমি)-সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা।
শুক্রবার, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) ভাসাতে পারে বিস্তীর্ণ এলাকা। আগামিকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রপাত এবং দমকা হাওয়ার (৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা) সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।
৯ আগস্ট-জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১সেমি)-সহ বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে মৌসম ভবন।
শনিবার দুর্যোগ কম-বেশি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার একাধিক স্থানে বজ্রপাত এবং দমকা হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) হওয়ার সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।
১০ আগস্ট-
বৃহস্পতিবারের আপডেটে হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
১০-১১ আগস্ট দক্ষিণবঙ্গে তুলনায় কম দুর্যোগের সম্ভাবনা।
১২-১৩ আগস্ট-
১২ আগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ১৩ আগস্ট জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
১২ আগস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত অংশে। তবে ১২ আগস্টের পর থেকে কমে যাবে ঝড়-জলের সম্ভাবনা।
প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গের জেলায় জেলায় পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। একই সঙ্গে জানানো হয়েছে, টানা বৃষ্টিতে জলমগ্নতার সম্ভাবনা রয়েছে, কমতে পারে দৃশ্যমানতাও। টানা বৃষ্টিতে ফের বিস্তীর্ণ এলাকা জলমগ্নতার আশঙ্কা দক্ষিণের জেলায় জেলায়।
মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশে অবস্থান। উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সেই কারণেই আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়।