নবান্ন ও কালীঘাট অভিযান নিয়ে হাইকোর্টের রায় ও পুলিশের কড়া বার্তা, নির্ধারিত এলাকা ছাড়া মিছিল নিষিদ্ধ...
আজকাল | ০৯ আগস্ট ২০২৫
গোপাল সাহা: নবান্ন অভিযান ও অভয়া মঞ্চ থেকে ঘোষিত কালীঘাট অভিযানের প্রেক্ষিতে রাজ্য হাইকোর্ট এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে। বুধবার ভবানী ভবনে এক যৌথ সাংবাদিক সম্মেলনে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা (এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার, এডিজি (ল অ্যান্ড অর্ডার) জাভেদ শামীম, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী) একত্রে জানান— নবান্ন সংলগ্ন এলাকায় কোনো জমায়েত বা মিছিল সম্পূর্ণ ভাবে বেআইনি।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দুটি মামলার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রতিবাদ সাংবিধানিক অধিকার হলেও তা আইনের মধ্যে থেকেই শান্তিপূর্ণভাবে করতে হবে। সরকারি সম্পত্তির ক্ষতি, আইন ভাঙ্গা বা হিংসা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নবান্ন সংলগ্ন এলাকা অত্যন্ত সংবেদনশীল, সেখানে কোনো জমায়েত বা মিছিল করা যাবে না। রাজ্য প্রশাসন চাইলে একাধিক আইনানুগ ব্যবস্থা ও নির্দেশ নামা জারি করতে পারে, সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের আইনশৃঙ্খলার বিষয়।
পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনো সংগঠন বা রাজনৈতিক দল এখনো পর্যন্ত পুলিশের কাছে আবেদন জমা দেয়নি। গতবার যারা নবান্ন অভিযান করেছিল, তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, তারা এবছর কর্মসূচিতে নেই বলে জানিয়েছে। দুটি নির্ধারিত এলাকা ছাড়া অন্য কোথাও মিছিল করলে ব্যবস্থা নেওয়া হবে। এই নির্ধারিত এলাকা হল— হাওড়ায় সাঁতরাগাছি বাসস্ট্যান্ড (হাওড়া CP-এর আওতায়) এবং কলকাতায় রানী রাসমণি এভিনিউ (কলকাতা পুলিশ কমিশনারের আওতায়)। এডিজি জাভেদ শামীম বলেন, “আমরা জানতে চাই, কে কত বাস আনবে, কত লোক থাকবে, কীভাবে আসবে— এসব তথ্য আগাম দিতে হবে। ইন্টেলিজেন্স রিপোর্টে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।”
অভয়া মঞ্চ থেকে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হলেও তা অনুমোদন পায়নি। বিকল্প হিসেবে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার ফাইভ পয়েন্ট পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে।
প্রশাসনিক প্রস্তুতি হিসেবে গতবারের মতো এবারও কন্টেনার বসানোর প্রস্তুতি রাখা হচ্ছে। পার্কিং, নিরাপত্তা, মেডিকেল ও ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে পুলিশ। আইন ভাঙলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “কেউ যদি হিংসাত্মক উপায়ে আইন অমান্য করে, তাহলে পুলিশ বাধ্য হবে ব্যবস্থা নিতে।”
রাজ্য প্রশাসনের বার্তা স্পষ্ট— নবান্ন অভিযান হোক বা কালীঘাট অভিযান, শান্তিপূর্ণ এবং অনুমোদিত জায়গায়ই কর্মসূচি পালন করতে হবে। অন্যথায় আইন নিজের পথে চলবে। পুলিশ সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, যে কেউ অনুমোদিত এলাকা ছাড়া মিছিল করলে, সরকারি সম্পত্তির ক্ষতি করলে কিংবা আইন লঙ্ঘন করলে, তার বিরুদ্ধে আইনানুগ যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে যা যা করার তাই করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতীম সরকার।