ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে কলকাতা বিমানবন্দর থেকে জার্মানি পাড়ি দেওয়ার আগে আটক করা হল এক বাংলাদেশি নাগরিককে। শুক্রবার সকালে বিভাস রায় পরিচয়ে বিমানবন্দরে ঢোকেন ওই যাত্রী। অভিবাসন দফতর পাসপোর্ট খুঁটিয়ে পরীক্ষার সময়ে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা, সৌমিক বড়ুয়া নামের এক জনের সঙ্গে ওই যাত্রীর ছবির হুবহু মিল খুঁজে পায়। এর পরেই ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর মোবাইল থেকে বাংলাদেশের পাসপোর্টের ছবিও মেলে। ওই ব্যক্তিকে আটক করে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁর আসল নাম সৌমিক বড়ুয়া। বিভাস রায় নামে ভুয়ো পাসপোর্ট তৈরি করেছিলেন। এর পরে বিমানবন্দর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
পুলিশ জানার চেষ্টা করছে, কী ভাবে, কবে সৌমিক ভারতে এসেছেন, ভারতীয় পাসপোর্ট কী ভাবে জোগাড় করেছেন। কী উদ্দেশ্যে তিনি এসেছিলেন, তারও খোঁজ শুরু হয়েছে। নানা ঘটনার প্রেক্ষিতে বিমানবন্দরে নিরাপত্তা অনেকটা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সম্প্রতি বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের কাচ ভেঙে এক বাংলাদেশি নাগরিক বেরিয়ে আসার চেষ্টা করায় তাঁকেও ধরা হয়। এ দিনের ঘটনায় ভুয়ো নথি নিয়ে বাংলাদেশিদের এ দেশে থাকা নিয়ে জল্পনা বেড়েছে।