বন্দরে জাহাজ আটকে থাকার সময় কমিয়ে আনা হবে: চেয়ারম্যান
বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বন্দরে জাহাজ আসা, পণ্য খালাস করা এবং জাহাজ চলে যাওয়ার জন্য মোট সময় লাগে গড়ে পাঁচ দিন। সেই সময়সীমা কমিয়ে চার দিনে আনা হবে। এমনটাই দাবি করলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমণ। শুক্রবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী ছ’মাস থেকে এক বছরের মধ্যে আমরা এই সময়সীমা কমিয়ে আনতে পারব। তার কারণ, আটটি মোবাইল ক্রেন আনা হচ্ছে কলকাতা বন্দরে, যেগুলি বন্দরে জাহাজ আটকে থাকা বোধ করবে। পাশাপাশি রাত্রিবেলাও বন্দরে জাহাজ নোঙর করার সুবিধা চালু হওয়ায়, তাও বন্দরের যানজট রোধ করবে। কলকাতা বন্দরে পলি সমস্যা যে রয়েই গিয়েছে, তা স্বীকার করে এদিন তিনি বলেন, কলকাতা ও হলদিয়া বন্দর দু’টিতে পলির পরিমাণ বেড়েছে। দু’টিই শহরভিত্তিক বন্দর হওয়ায় এখানে পলি সরানো কঠিন। তা সত্ত্বেও ওই দুই বন্দরের পণ্য বহন ক্ষমতা ৩ কোটি মেট্রিক টন বাড়ানো সম্ভব হয়েছে।