• ট্রাম্প শুল্কের ধাক্কায় ফের রেকর্ড সোনার
    বর্তমান | ০৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে নতুন রেকর্ড গড়ল সোনার দর। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্সের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম যায় ১ লক্ষ ২ হাজার ১০০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় এক লাফে দর বেড়েছে ৫৫০ টাকা। পাশাপাশি বেড়েছে গয়না সোনার দরও। ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের দর একদিনের তফাতে ৫৫০ টাকা বেড়ে পৌঁছেছে ৯৭ হাজার ৫০ টাকায়। যেহেতু সোনার দাম বাড়লে সাধারণত রুপোর দরও বৃদ্ধি পায়, এবারও তার অন্যথা হয়নি। কলকাতায় এদিন এক কিলো খুচরো রুপোর দাম যায় ১ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা। কিলো প্রতি এই ধাতুরও দামও একদিনের তফাতে বেড়েছে ১ হাজার ৩৫০ টাকা। আমেরিকার শুল্ক নীতির কারণে সাম্প্রতিক সময়ে দাম বেড়ে চলেছে সোনার, এমনই মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি শুল্ক আরোপের জের বইতে হচ্ছে বিশ্বকে। যেহেতু আর্থিক পরিস্থিতি বিশ্বজুড়েই টালমাটাল, তাই তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনায় লগ্নি বাড়ছে। তার জেরে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে হলুদ ধাতুর। এরই মধ্যে সুইজারল্যান্ডের উপর বাড়তি শুল্ক আরোপ সোনার বাজারকে বিশ্বজুড়ে আরও অনিশ্চিত করে তুলেছে, দাবি করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, আমেরিকা জানিয়েছে, সুইজারল্যান্ড থেকে সোনার বাট আমদানি করলে, তার উপর ৩৯ শতাংশ হারে শুল্ক চাপানো হবে। যেহেতু সুইজারল্যান্ড সোনা পরিশোধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নিয়ে থাকে, তাই মার্কিন সিদ্ধান্ত গোটা বিশ্বে সোনার জোগানে অস্থিরতা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। সোনার দাম বৃদ্ধি এর অন্যতম কারণ, মত তাঁদের।
  • Link to this news (বর্তমান)